মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩

যাযাবর যাত্রা


|| যাযাবর যাত্রা ||


আমি এক যাযাবর, গলি খুঁজি জীবনের মাঠে ঘাটে 
আর ভাবি, মাঠে ঘাটে কেন নেই কোনও গলি ?

যে গলিতে দেয়াল আছে, দেয়ালে এক চৌকাঠ 
চৌকাঠে দরজা আছে, দরজায় আছে দুই পাল্লা 
যে পাল্লা খুলে ভিতরে আঙন আর শিউলি তলা 
দেখব তার তলে ফুল তোল তুমি একা একলা | 

আমি এক যাযাবর খাল খুঁজি জীবনের নদী নদে 
আর ভাবি, নদী নদে কেন নেই কোনও খাল ?

যে খালেতে নাও আছে, নাওয়ে আছে এক ছই 
যে ছইয়ে বড় বড় ফুল ছাপ কাপড়ের পর্দা টানা 
যে পর্দার পিছনে পাটাতনে পাতা আছে আসন 
সরিয়ে দেখব তাতে বসে তুমি কর শৃঙ্গারের ব্যসন |

গলি-ঘুঁজি খাল-বিল এ জীবনকে করেছে যত জটিল 
আমার যাত্রার পথে যেতে ছাড়াই তারই তত জট 
তুমি থাক ব্যস্ত ফুল তুলে সেজে শৃঙ্গারের ব্যসনে 
সময় তবুও থামে না, নেই কেন তার কোন সংকট ?

তোমাকে পিছনে ফেলে ঘুরি যত যাযাবর যাত্রার বৃত্তে 
কেন্দ্রে তুমিই থাক, যখন, মনে জপি পালানোর হত্যে 
বুঝি - আজ আছি কাল নেই, কি পাব এত খুঁজে খুঁজে ? 
আমি চলে গেলে তুমিই বা কি করবে এক একা সেজে ?

ইন্দ্রনীর / ৩১ ডিসেম্বর ২০১৩