|| শরৎ ||
আজ কী অদ্ভুত বিভবে সজ্জিতা ধরণী
সকালের নীল শিশিরে হয়ে অঙ্কশায়িনী
চেয়ে দেখে আদিগন্ত আকাশের পরিপাটি
প্রশ্বাস শিথিল, পেয়ে আর্দ্রতা থেকে ছুটি
সারা রাতই রাখা ছিল বাতায়ন খোলা
অননুতপ্ত হাওয়া, শিউলি-গন্ধে উতলা
জানালো তুমি উধাও, ছিঁড়েছ গাঁঠছড়া
বিবাগী হয়ে গেছ হতে চেয়ে বাঁধনহারা
আরক্তিম সূর্যোদয়ে তোমায় সিঁদুরদান
জানায় অভিসারিণীর বেহায়া অভিযান
তোমার বিরহ কাননে প্রতি পর্ণে ক্ষরে
জ্বালিয়ে আমায় পিতল রৌদ্রের অঙ্গারে
মেঘের অবগুণ্ঠন সরিয়ে তুমি শ্রীমতী
শিশিরে পা ভেজাও, মুখে রক্তিম দ্যুতি
লুটিয়েছ মেখলা, ছিঁড়েছ সহবাস বেড়ি
তবু এসো, গত বর্ষার স্মৃতিবাস গড়ি ||
-----------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ২৭ সেপ্টেম্বর ২০১৪