রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৪

শরৎ

|| শরৎ ||


আজ কী অদ্ভুত বিভবে সজ্জিতা ধরণী
সকালের নীল শিশিরে হয়ে অঙ্কশায়িনী
চেয়ে দেখে আদিগন্ত আকাশের পরিপাটি
প্রশ্বাস শিথিল, পেয়ে আর্দ্রতা থেকে ছুটি

সারা রাতই রাখা ছিল বাতায়ন খোলা
অননুতপ্ত হাওয়া, শিউলি-গন্ধে উতলা
জানালো তুমি উধাও, ছিঁড়েছ গাঁঠছড়া
বিবাগী হয়ে গেছ হতে চেয়ে বাঁধনহারা

আরক্তিম সূর্যোদয়ে তোমায় সিঁদুরদান
জানায় অভিসারিণীর বেহায়া অভিযান
তোমার বিরহ কাননে প্রতি পর্ণে ক্ষরে
জ্বালিয়ে আমায় পিতল রৌদ্রের অঙ্গারে

মেঘের অবগুণ্ঠন সরিয়ে তুমি শ্রীমতী
শিশিরে পা ভেজাও, মুখে রক্তিম দ্যুতি
লুটিয়েছ মেখলা, ছিঁড়েছ সহবাস বেড়ি
তবু এসো, গত বর্ষার স্মৃতিবাস গড়ি ||


-----------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ২৭ সেপ্টেম্বর ২০১৪

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৪

একদিন

|| একদিন ||


আমি জানি একদিন সব যাবে
বিনিময়ের সহযাত্রী পথিক যত
শৈশব বন্ধু, সুহৃদ সতীর্থ সখা
আর যত ওষ্ঠাগত-প্রাণ প্রেমিকা
যত তুমি-আমি, প্রেম, ভালবাসা
তুই-তোকারির আলগা আবেশ
ছোঁয়াচে সম্পর্কের জটিল নিবিড়তা
হাতে, ঠোঁটে, গালে উচ্ছিষ্ট স্বেদ
নাকি প্রতিশ্রুতি ভঙ্গের অশ্রু
একদিন সবই যাবে, দেখো

শুধু রয়ে যাবে,
ভাঁটার জলের মত অবশিষ্ট
একদা আচ্ছন্ন কুয়াশার কিছু রেশ
ওই কমলা লেবু গাছ ঘিরে
আঁকড়ে তার ছায়াঘেরা তল
শিশুর বাহু-বেষ্টনীর মত
রয়ে যাব তুমি আমি স্মৃতিতে
বিলীন, নিমজ্জিত, শ্বাসরুদ্ধ

আর রয়ে যাবে ভাসমান
ধরা ছোঁয়া, নাগালের বাইরে
সেই কমলালেবু রঙিন
আমাদের প্রতিশ্রুতির ফল
নিষিদ্ধ যার কোয়ায় ছিল
তোমার ঠোঁটের কায়া
সুরভিত রসে পরিপূর্ণ
পূর্ণতার প্রথম প্রতিশ্রুতি ||


-----------------------------------
© ইন্দ্রনীর / ২১ সেপ্টেম্বর ২০১৪

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৪

আজব চিড়িয়াখানা

|| আজব চিড়িয়াখানা ||


অসাধারণ ! ফেসবুকে যত বিটকেল
‘লাইক’ দিয়ে যায় সকাল, বিকেল
‘কমেন্ট’ দিতে করে নাকো কার্পণ্য
কে বা দ্যাখে, কে ব্যাচে, কার পণ্য

অপরিচিতার মন্তব্যে পেয়ে আমন্ত্রণ
সুধী পাঠক হারিয়ে ফেলে স্ব-নিয়ন্ত্রণ
আড়চোখে চেয়ে প্রোফাইল ইমেজ
চিত্তে ভরে সে উঁকি মারার আমেজ

কেউ সারা রাত জেগে ঘুমায় ভোরে
অবশ্যই “গুড মর্নিং” টা পোস্ট করে
কেউ বা ঘুমিয়ে ঘুমিয়েই সারাটা দিন
সাঁঝ বেলা জেগে বলে “গুড ইভনিং”

কেউ শুধু বসে বসে করে যায় গুগল্
তারপরে পোস্ট দেয় অজস্র অনর্গল
আর আছে কিছু ‘নিশ্চুপ-রাজা’ দর্শক
স্ক্রল করে উপর-নীচ, চেয়ে অপলক

অসাধারণ ফেসবুকে যত জন সাধারণ
আসে, যায়, ডুব মারে, কি করে বিচরণ
আজব এ চিড়িয়াখানার বাসিন্দাই দর্শক
না অহিংস, না হিংস্র, অথচ লোমহর্ষক ||


-------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ০৬ সেপ্টেম্বর ২০১৪

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

আড্ডা

|| আড্ডা ||


মাঝে মাঝেই ঘুম ভেঙ্গে বড্ড দুশ্চিন্তা হয়
শ্মশানে থাকবে তো কাঠ, এত যে অপচয়
থাকবে তো দেশলাই, খড় কিম্বা পাটকাঠি
ফুল, বেল পাতা, ধান আর দুব্বো ক’আঁটি
যখনই পৌঁছাক বাসুকি, যতই হোক দেরি
রাখবে কি পুরোহিত সব আয়োজন তৈরি

আসবে কি ওর সব বন্ধুরা মণিকর্ণিকা ঘাটে
দেবে তো ওরা শেষ আগুন বাসুকির মুখে
দিতে আড্ডা, ওকে নিঃশব্দে শুইয়ে খাটে
জ্বালিয়ে ওর আলবোলা, ঝুঁকে পড়ে বুকে
অবিচল বিশ্বাসে, যে ওর পিছুটানটা যায় নি
তারপর, সবাই অপারগ, সলজ্জ অনভ্যাসে
আড়চোখে দেখবে কি আমায় সাদা বেশে
হয়তো ওরা করবে আমায় নিয়ে কানাকানি

তাড়াতাড়ি যাও বাসুকি, আড্ডায় হচ্ছে দেরি
শুনতে পাচ্ছ কি আকাশে বাজে বিদায়-ফেরি
আমি যে অহরহ শুনছি তার কর্কশ কলরব
তাই যাই দেখি খুঁজে, কোথায় রেখেছি সব
জানি না কোন কারণে, তোমার হুঁশ হারালে
থেলো,সটকা, ফরসি সবই দিয়েছিলাম তুলে
এয়োস্ত্রীর সংসার আর যে রবে না আমি জানি
কিন্তু, ভাবো, কতদিন আমি থাকব একাকিনী

যদি তোমার অবর্তমানে বান্ধবরা ফিরে আসে
পথহারার বিভ্রান্তিতে ছায়া খুঁজে দু’ দণ্ড বসে
সুধায়, “বাসুকির আলবোলাটা আছে নাকি ?”
আমারই বা তাছাড়া দেয়ার কী থাকবে বাকি

তাই বলি. বোঝ বাসুকি, আর যে সহে না দেরি
এবার কাটতে হবেই আমার দু’পা থেকে বেড়ি
সারা জীবন ডেকে গেছে ওই আড্ডার হাতছানি
শুনে, “এসো, যোগ দাও”, আমি কেন যাই নি

আজ বলে যাও বাসুকি, যাওয়ার শেষ ক্ষণে
আড্ডায় যোগ দেব কি সাদা থানের আবরণে  ||


--------------------------------------------
© ইন্দ্রনীর / ০৩ সেপ্টেম্বর ২০১৪

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

আবার বৃষ্টি

|| আবার বৃষ্টি ||


আজ আবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে
ক্ষান্ত হয়ে আসা, ভাদ্র মাসের শান্ত
চুপচাপ, যেন কোনও কান্নার তলানি
তার ফোঁটার ফাঁকে ফাঁকে মাথা গলিয়ে
হাওয়া পালাচ্ছে তার ভিজে ভাব থেকে
ছুঁয়ে শুধু গাছের ভিজে একসা কোমর
গাছের ডালে বসে বসন্তবৌরি কী ভাবছে
মুখ গম্ভীর, নাকি উদাস, কে বলে দেবে ?

এই সব দেখে তোমার কথা মনে পড়ছে
বড্ড মনে পড়ছে ...
বলতে যে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে

জানি তোমাকে বলা যাবে না যে এই বৃষ্টি
সেই সেদিনের, যেদিন তুমি কেঁদেছিলে
ক্ষান্ত হয়ে আসা ভালবাসার শেষ শান্ত
চুপচাপ, অথচ বেসামাল, কান্নার তলানি
যার থেকে মাথা বাঁচিয়ে পালিয়েছিলাম
তোমার ভিজে কাদা মসৃণ গাল থেকে
চিবুক চোয়া তার টপটপ ফোঁটা থেকে
না ছুঁয়ে তারই আবেগে শিহরিত কোমর

তবু, সেই একই বৃষ্টি আজ আবার হচ্ছে
আর কত প্রতিশোধ নেবে তুমি ?
বলো, আরও কত ?


--------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ০২ সেপ্টেম্বর ২০১৪