|| না প্রেম না বিরহ ||
চূর্ণকুন্তল অতিরঞ্জিত শ্বেত পুষ্পে
চঞ্চল মীনাক্ষী সিঞ্চিত অশ্রু-বাষ্পে
ললাটে অধোলম্বিত বিশৃঙ্খল অলক
নেত্রপল্লবে অগণিত শ্রী কৃষ্ণ-পলক
চুম্বনাকাঙ্ক্ষী কমলা অধরা ওষ্ঠাধর
সিক্ত বসনে লিপ্ত নম্র পৃথু পয়োধর
তড়িৎ দৃষ্টিতে বালা সে চাহিয়া ত্রস্তে
জড়ায় কেন মম তনু কম্পিত হস্তে
আমি মাত্র পূজারী, আসিয়াছি পূজিতে
না চাই প্রেম, না বিরহ ব্যথা বুঝিতে ||
--------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ২০ সেপ্টেম্বর ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন