|| শিশিরের স্মৃতি ||
আজ এত দিন পরে ...
এভাবে কেন তুমি ক্ষণিকের তরে আমার স্মরণে এলে ?
আমার একটা মিষ্টি সকাল তুমি কী ভাবে নষ্ট করে দিলে !
কতদিন পরে মনে পড়ল আজ, না জানি
তোমায় দেখি নি, কি তোমার কণ্ঠ শুনি নি
ঝগড়া কিম্বা রাগ করি নি, বা ভালবাসি নি
মূক উৎসুকতায়, মানসে উপোষ করে
দিব্যি পারছিলাম থাকতে তোমাকে ভুলে ...
এভাবে কেন তুমি ক্ষণিকের তরে আমার স্মরণে এলে ?
আমার একটা মিষ্টি সকাল তুমি কী ভাবে নষ্ট করে দিলে !
যখন হল সকাল, উঠল সূর্য, বইলো মুক্ত হাওয়া
মনে পড়ল একসাথে বসে এক গলায় গান গাওয়া
কিম্বা চুপ করে বসে থেকে সিক্ত সবুজ গালিচায়
রাতভোর ঝরা জোছনার কণা, ঘাসের শীর্ষে শিশির
আঙ্গুল দিয়ে ছোঁয়া ৷ শিহরিত করে পৃথিবীকে,
দিব্যি ছিলাম, স্বেদ-বিন্দু শিশির মাখিয়ে আঙ্গুলে ...
এভাবে কেন তুমি ক্ষণিকের তরে আমার স্মরণে এলে ?
আমার একটা মিষ্টি সকাল তুমি কী ভাবে নষ্ট করে দিলে !
সদ্য ঘুম ভাঙ্গা আলসেমির ছেঁড়া স্বপ্নের শত
আমেজ জড়িয়ে গায়ে, পুরনো লেপের মত
চিত হয়ে শুয়ে চোখ বুজে ভাবা যে পৃথিবীটা
এখনো আছে ঘুমিয়েই অকাতরে, অন্তরতম
নির্দোষ অবচেতনে ... তার দিগন্তের প্রান্তরে
হারাচ্ছিলাম তোমাকে, চোখের আড়ালে ...
এভাবে কেন তুমি ক্ষণিকের তরে আমার স্মরণে এলে ?
আমার একটা মিষ্টি সকাল তুমি কী ভাবে নষ্ট করে দিলে !
এখন তুমি এসেছ তো থাক আমার মনোবাসনায় প্রতি ক্ষণে
আমার নষ্ট সকাল মিষ্টি করে দিতে অতি সহজে, অবহেলনে
তোমার স্বিন্ন শরীরে ছাওয়া, শিশির মাখা মত্ত পরবশ রোঁয়া
আমার নেশাগ্রস্ত আঙ্গুল খোঁজে তাদের স্পর্শকাতর ছোঁয়া
শিশিরের স্বেদ মাখিয়ে নিতে দিও হাতের শিথিল আঙ্গুলে,
যাতে সে শুকিয়ে বিলীন হয়ে, জুটে যায় মুক্ত হাওয়ার দলে ৷৷
-----------------------------------------------------------------------------------------------
ইন্দনীর / ২৭ নভেম্বর ২০১৩