সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

স্পর্শ



|| স্পর্শ ||


                              যখন স্তব্ধ বাতাসে শুনি,
                পড়ে যাওয়া পারার কণায়, কণায়
                 ভেঙ্গে যাওয়ার নিঃশব্দ আওয়াজ |
                       যখন নিরেট অন্ধকারে দেখি
         কেটে যাওয়া চলচ্চিত্রের খোপে খোপে
                             খাপছাড়া উধাও অদৃশ্য |
                            যখন নিথর অন্তরে শুঁকি
                  জমানো অনেক অনেক হৃদয়ের
                          অপ্রস্ফুটিত পুষ্পের অঘ্রাণ |

             তখন কেন যে মনে হয় আছে ঈশ্বর
                        না শব্দে, না দৃশ্যে, না ঘ্রাণে, 
নিথর অন্তরের নিরেট অন্ধকারে স্তব্ধ বাতাসে

                 তার জন্যে প্রার্থনার দরকার নেই
                           শুধু আছে হয়ে ইন্দ্রিয়হীন,
                     হতে ঈশ্বরের ব্যাপ্তিতে বিলীন

                               ভগবানের বাসা আছে
                  স্পর্শের কামার্ত বিস্ফারিত ওষ্ঠে 
                  যেখানে সমস্ত ইন্দ্রিয় কেন্দ্রীভূত
                  তার এক কামাতুর অনুভূতিতে
             নির্বাসনে দিয়ে সব শব্দ, দৃশ্য, ঘ্রাণ
            যোগাতে জীবন এক দেহে, নিষ্প্রাণ
                    এক অভিনব নির্নিমেষ চুম্বনে ||


-------------------------------------------------------------------------------------

ইন্দ্রনীর / ২৫ নভেম্বর ২০১৩

কোন মন্তব্য নেই: