|| জীবনের ছেঁড়া পাতারা ||
থেমে যাওয়া কথার নীরবতা, আর হারানো চিন্তার খেই
পুরনো খাতার পাতায় যতই খুঁজি, খুঁজে পাই শুধু এই
প্রায় ফ্যাকাসে হয়ে যাওয়া কালির ঈষদুষ্ণ নীল আঁচে
লিখেছি যা বলার তোমাকে, কবিতার জটিল মারপ্যাঁচে
সে সব পাতা ছেঁড়া, বাকি পাতা ফাঁকা, যেন দিয়ে ফাঁকি
তারা গেছে সরে, চিরতরে, যতই আমি কল্পনায় আঁকি
তাদের বিবরণ | মনের সিন্দুক মুছে লুটে পুটে উজাড়
স্মৃতি এক থান শাড়ি, সাদামাটা, এমনকি নেই নরুন পাড়
তবুও খুলে বসি খাতা, যেমন খোলে দোকানের ঝাঁপ
দোকানি নিরুপায়, বইতে শূন্য হালখাতার অভিশাপ
এসো বন্ধু, বস কাছে, শোনাও তোমার সমস্ত কাহিনী
ভয় নেই, কলমেতে কালি নেই, চোখেও পড়েছে ছানি
লিখব কিছুই না, শুধু নেব খাতার কোরা পাতা মিলিয়ে
তোমার জীবনের গল্পের মাঝে মাঝে শূন্য যত অধ্যায়ে
যদি তারা মিলে যায় একে একে, বুঝব নিরুদ্দেশ সব পাতা
তোমার জীবনে মিশে গেছে, হারাতে তাদের পরাধীনতা ||
---------------------------------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ৩১ মে, ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন