বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

পত্রের অ্যালকমী

৷৷ পত্রের অ্যালকমী ৷৷


সব ফেলে দিয়েছি, শুধু ওই চিঠির বাক্সটি ছাড়া
কী হবেই বা কিছু রেখে, যখন জীবনটাই ছন্নছাড়া

বাক্সটাও খালি, রং চটা, খয়েরি, মলিন, অমসৃণ
তবু তার মধ্যে অন্তহীন সময় হয়েছে রয়ে লীন

লোকে খোলে ঝাঁপি, করতে রোজকার দিন শুরু
জীবন শুরু করতে গেলেই কোঁচকায় আমার ভুরু

শুরু হয়েছিল জীবন একদা চিঠি লেখালেখিতেই
কিন্তু কী ভাবে, কেন যে, হারিয়ে গেল সব খেই

‘ধুত্তোর’, বলে চিঠিপত্রের পাঠ তুলে দিয়েছি তাই
এখন আমার জীবনটা শুধু তাইরে নাইরে নাই

তবুও বাক্সটা খুললেই যেন জমা এক দীর্ঘশ্বাস
আটকে রেখে, খোলা বাক্সটা করে শুধু হাঁসফাঁস

বন্ধ করলে বাক্সটা শোনায় কত শব্দের ফিসফিস

বুঝি, বন্ধ আর খোলার ফারাকটা উনিশ আর বিশ

এবার ভাবছি বাক্সটাও দেবে ফেলে একটানে ছুঁড়ে
কিন্তু ওঠেনা হাত, বোধহয় নিজেকে বড্ড কুঁড়ে

তাই ভাবছি যদি খালি বাক্সেই ধরে এত আলসেমি
তবে কোন সাহসে পত্রালাপ, সম্পর্কের অ্যালকমী ৷৷


-------------------------------------
©ইন্দ্রনীর / ২৫ নভেম্বর ২০১৪

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

অনাবিষ্কৃত পুরাতত্ব

|| অনাবিষ্কৃত পুরাতত্ব ||


পোস্টম্যান আজও এসে ফিরে চলে গেল
হল না দেখা, অবেলায় বেলা পড়ে এলো
হয়তো তোমার চিঠি সে এনে ফিরে গেল
কী যে লেখা ছিল, বলো না কী লেখা ছিল

হয়তো সে খাকি ঝুলিতে রেখেছে জমিয়ে
মুখশুদ্ধি তোমার চিঠি, থরে থরে সাজিয়ে
হয়তো সে সামলে আঁকড়ে রেখেছে ধরে
অনাবিষ্কৃত পুরাতত্ব, অজস্র চিঠির নজিরে

জানি সে করবে একদিন সময়ে অনুসরণ
তোমার অপরিণত হাতের বক্রিমা লেখন
প্রস্তরীভূত, সুমেরীয় সূক্ষ্ম কীলক আখরে
অবর্ণনীয় যার অর্থ ছিল আমার অগোচরে

যে চেষ্টায় আমি হেরেছি তোমার কাছে
আমার সে’ স্থান কি পোস্টম্যান নিয়েছে
কী দুখে ঠুকছ কীলক, বলো কোন দুখে
ক্ষতবিক্ষত করে ভালবাসা বুকের ফলকে ||

------------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ নভেম্বর ২০১৪

বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

ছড়া ছন্দ

|| ছড়া ছন্দ ||


লিখিতে বসিয়া ক’টি পদ্য
কহি, “মেলে না যে ছদ্ম !”
গিন্নী কহে, “ওটা হবে ছন্দ ?”
বুঝিলাম সর্দিতে নাক বন্ধ

যাই হোক, নানা কসরতে
ঘুরিয়া শব্দের পথে বিপথে
লেখা হইল এক ডজন পদ্য
এক সপ্তাহ কাটাইয়া, অদ্য

কহিলে ডজনে বারো পদ্য
শুনিতে লাগে বটে অনবদ্য
কিন্তু কী পোড়া মোর কপাল
গৃহিণী দেয় বড্ড গালাগাল

কেন না রবি হইতে শনিতে
গৃহিণীর সরল পাটিগণিতে
যোগ দিয়া কিছু ছলা-কলা
কি সিঙ্গাপুরি কী কাব্য কলা

ফাউ সমেত ডজনে চৌদ্দ
না হইলেই উপবাস বরাদ্দ
অতএব ভাবি লিখিব গদ্য
নতুবা অনিবার্য অকালশ্রাদ্ধ !


-----------------------------------------
© ইন্দ্রনীর / ১২ নভেম্বর ২০১৪