বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

ছড়া ছন্দ

|| ছড়া ছন্দ ||


লিখিতে বসিয়া ক’টি পদ্য
কহি, “মেলে না যে ছদ্ম !”
গিন্নী কহে, “ওটা হবে ছন্দ ?”
বুঝিলাম সর্দিতে নাক বন্ধ

যাই হোক, নানা কসরতে
ঘুরিয়া শব্দের পথে বিপথে
লেখা হইল এক ডজন পদ্য
এক সপ্তাহ কাটাইয়া, অদ্য

কহিলে ডজনে বারো পদ্য
শুনিতে লাগে বটে অনবদ্য
কিন্তু কী পোড়া মোর কপাল
গৃহিণী দেয় বড্ড গালাগাল

কেন না রবি হইতে শনিতে
গৃহিণীর সরল পাটিগণিতে
যোগ দিয়া কিছু ছলা-কলা
কি সিঙ্গাপুরি কী কাব্য কলা

ফাউ সমেত ডজনে চৌদ্দ
না হইলেই উপবাস বরাদ্দ
অতএব ভাবি লিখিব গদ্য
নতুবা অনিবার্য অকালশ্রাদ্ধ !


-----------------------------------------
© ইন্দ্রনীর / ১২ নভেম্বর ২০১৪

কোন মন্তব্য নেই: