বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

মুখোশ

|| মুখোশ ||


এই দ্যাখ না খাপ খুলেছি, নামিয়েছি মোর কাছা
ভয় পাস কি, ওরে আমার ভদ্দরনোক যত বাছা ?
শরীলটায় যে বড্ড গরম, খুব দরকার করি নাই
কিন্তু ভায়া পষ্কের জল বলতো কোথায় পাই
তাই পাবলিকে উদোম গায়ে লাগাই ঠাণ্ডা হাওয়া
তাতেই মেটাই হ্যাংলা চোখের যত চাওয়া পাওয়া
কী বললি, খোলা ন্যাংটামি সুশীল আচরণ নয় ?
তবে যে বলে, ন্যাংটোর নেই বাটপাড়ের কোন ভয়
কেন বলছি ? আসলে খাপে নেই কোন তলোয়ার
নিন্দুকেরা বোঝে না মোটেই, রহস্যময় সব ব্যাপার
আসলে আমার খাপই সার, সার ওই কোঁচান কাছা
কেউ জানে না ভদ্দরনোকের মুখোশটা অতি ওঁছা ||


---------------------------------------------------
© ইন্দ্রনীর / ২৯ অক্টোবর ২০১৫

কোন মন্তব্য নেই: