|| হোলি ||
তোমার সঙ্গে আমি খেলি নি, খেলি না হোলি
তাও কী করে লেগেছে এত রং, শোন তা বলি
আবির উড়িয়ে পথের ধুলোয় তুমি নাচো গর্বে
না জেনে, যার বুকে পা সে অকারণে জ্বলবে
হাতে যার পিচকারী, জানো না সে অন্য কৃষ্ণ
তার কুমকুম রং তরল, তার উত্তাল হৃদয় উষ্ণ
রঙের ধূম্রজালে রামধনু আঁকে সে একা একা
কী যায় আসে তার, তোমার সিঁদুর তো পাকা
সে দেখে আবিরে চিকচিকে খুদে অভ্রের কণা
জানে তুমি খেলবেই, কিছুতে করবে না মানা
জানে সে মুখ থেকে মুছে দিয়ে সব প্রণয়ের রং
তার রাঙা হাতের মঞ্জনে করবে আহরণ শিহরণ
আমি দেখে এই সব হই বিপর্যস্ত হতে পর্যদুস্ত
মুখ ঢাকি আনকোরা হাতের তালু করে প্রশস্ত
পরে দেখি আয়নায় ভীরু দুর্বল কাপুরুষ চিতে
মুখে লেগেছে কত রং, যত তুমি পার নি দিতে ||
-----------------------------------
© ইন্দ্রনীর / ২৩ মার্চ ২০১৬
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন