রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

মেনি বিড়াল

|| মেনি বিড়াল ||


আমার বিছানায় জুটেছে এক বিড়াল
বড় দুর্বিনীত, অসভ্য তার আচরণ
শোনে না কোন কথা, আমায় চাটে
না আগে, না পরে করে আচমন
গায়ে হাত বুললে লেজ খাড়া করে
কষে পিঠ বেঁকিয়ে রুঠে সে দাঁড়ায়
চোখ সরিয়ে নিলে এসে গা ঘষে
ককিয়ে প্রেম, করে পাড়া মাথায়
তার ব্যবহারে সে মনে করায় কিছু
তোমার সঙ্গর ছোট বিস্মৃত কথা
কাছে থেকে তুমি হলে না গা-লাগা
চলে গেছ, সারা গায়ে এখন ব্যথা
ওর সাথে তোমার একটাই তফাৎ
মনে হয় ওর আমি ছাড়া কেউ নেই
তোমার স্তাবক মেনি হুলো বিড়াল
ইংরেজির মেনি মানে জানতোই !


--------------------------------
© ইন্দ্রনীর / ১৭ এপ্রিল ২০১৬

কোন মন্তব্য নেই: