বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

প্রতীক্ষা

|| প্রতীক্ষা||


আদিগন্ত ধুসর, তার চূড়ায় স্থাবর
ক্ষুদ্র এক পরিসর | চির নীল নশ্বর
                   সেখানে ভাসছে, টুকরো আকাশ
মেঘের দূরভাষে, সেচের অভিলাষে
গাছে পাতা ঝলমল, গাছও টলমল
                   পেয়েছে বৃষ্টির আশাবাদী আভাস
কিছু গাংচিল, করে আকাশে মিছিল
শিথিল হাওয়ায় স্থির ডানায় ভাসে
                  যেন তারা আজীবন উদ্দেশ্য বিহীন
জানালার পাট খুলে, এলোমেলো চুলে
চিরুনিতে কী যে মোছে. আলগোছে,
                রুগ্ন দুই হাত, ফ্যাকাসে, আভরণহীন

বছরে একবারই ভাঙ্গতে নির্জলা উপবাস
বৃষ্টির প্রতীক্ষায় স্তব্ধ পৃথিবী, অচল নিশ্বাস ||

---------------------------------------------------------------------

ইন্দ্রনীর / ১২ জুন ২০১৪

কোন মন্তব্য নেই: