শুক্রবার, ১৩ জুন, ২০১৪

তোমায় খুঁজেছি

|| তোমায় খুঁজেছি ||


শুধু কল্পনায় –
ধোঁয়াটে কুয়াশায় এক ফালি রোদের ঝলকে
পিঙ্গল ময়দানে এক ফালি ঘাসের নামফলকে
বসন্তের যাই যাই শীতের শেষ শিথিল বাতাসে
প্রশান্ত ঝিলের নির্নিমেষ বুকের নীল আকাশে
বাতি নেভা গলিতে এক ফালি চাঁদের আলোয়
চিলে কুঠির ঘুলঘুলিতে নিশির অতিথি পায়রায়
লাল শালু লেপের কোরা খোলের উষ্ণ আবেশে
দুঃস্বপ্নে আছড়ানো ঢেউয়ের নিষ্ফল আক্রোশে
ছায়াবীথির সন্ধানে অবসন্ন পথিকের হতাশায়
ক্রন্দসী চাতকের মুহুর্মুহু তিক্ত জিভ পিপাসায়
ভ্রান্ত, ক্লান্ত চোখে চমকে শিউরে ওঠা পলকে
উদ্বেল কান্নায় থরথর ওষ্ঠাধরের নীচে চিবুকে
কেঁপে, থেমে, জমে যাওয়া হাসির উচ্ছ্বাসে
চুলে খুঁজে পাওয়া অবিমিশ্র সুরভির আভাসে

তোমায় খুঁজেছি, আর আরও খুঁজেছি এই ভেবে
যে জন্মান্ধ চোখের তারায় ওই ছবিরা নিভে গেলে
পাব কি তোমায় ঈশ্বরে ?

------------------------------------------------------------------
ইন্দ্রনীর / ১৩ জুন ২০১৪

কোন মন্তব্য নেই: