|| অন্ধকারে গন্ধ কার ||
“অন্ধকারে গন্ধ কার?” শুধাইল রাজা
মন্ত্রী কহে “উত্তর নাহি তার সোজা |”
“কত ঘন অন্ধকার তা জানা দরকার,
“গন্ধটি কি বিচ্ছিরি, নাকি কদাকার ?”
‘কদাকার’ শুনি কহে আহ্লাদী গদাধর
“কদাকার পছন্দসই, যদি হয় নধর”
‘পছন্দসই’ শুনি কহে দজ্জাল সুয়োরানী
“সত্বর ডাক মোর পছন্দের সই, মেথরানী”
মেথরানী আসিয়া কহে করিয়া কুর্নিশ
“কর্পোরেশনে ধাঙ্গড় আছে প্রায় উনিশ
“সাথে বিদ্যুৎ সরবরাহের যত কর্মচারী
“সকলে করিয়াছে ধর্মঘট রচিয়া আঁধারী
“অন্ধকারে বহে শত ভিন্ন দুর্গন্ধের হাওয়া
“কোনটি কাহার, কে কহিবে কী করিয়া ?”
----------------------------------
© ইন্দ্রনীর / ৩০ অক্টোবর ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন