৷৷ শখের ছেলে ৷৷
শুভদিষ্টি হল মানবাজারে
মালাবদল হল বারাসতে
ঘর বাঁধলাম শখ করে
মৌলা আলীর ফুট-পথে
ঘর বলতে রেলিঙে বাঁধা
বাঁশের মাথায় সামিয়ানা
তার মধ্যেই অঢেল সুখ
ঘরকন্নার, ষোলআনা
স্বামী করে বেতের কাজ
কুড়াই আমি তারই কুটি
রাতে, দুপুরে, ছ্যাঁচা মাদুরে
ছাউনি তলায় কী খুনসুটি
...
বরটা আমার মনের ভালো
বুঝল যখন আমি বাঁজা
ধরে আনল কুকুর ছানা
বলে, “দিলেম সোনা রাজা”
রাজা আমার ভীষণ পাজি
হয়ে গেল কোলের ছেলে
মাঝখানেতে জায়গা নিয়ে
বরকে দিল ধারে ঠেলে
ওই আমাকে জড়িয়ে শুল
ভোরে উঠে চাটল গাল
শাশুড়ি-মা দেখে কাঁদল
“হায়রে, কী পোড়া কপাল !”
...
তাই তো আমি মানবাজারে
ফিরে এসেছি রাজার সাথে
না থাক বর, না থাক ঘর
শখের ছেলে হাজার পথে ৷৷
--------------------------------------
© ইন্দ্রনীর / ১৬ ডিসেম্বর ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন