শনিবার, ১৩ জুন, ২০১৫

রূপসী কোলকাতা

|| রূপসী কোলকাতা ||

রূপসী কোলকাতা, পায়ে আলতা, গায়ে বৃষ্টি ভেজা ওড়না
বলছি কিছু, গায়ে মেখো না মিছু, তুমি লাগছ ভারী অনন্যা
রূপের শরীর, গোড়ালি গভীর, এ তো সমালোচকের উক্তি
বুক যখন হায়, ভেঙ্গে ভেঙ্গে যায়, মন তো মানে না সে যুক্তি

তাই আমি দাঁড়িয়ে, দেখি চোখ জুড়িয়ে, সর্পিল ট্রাম লাইন
ঘণ্টির ঝংকার, বাতির কণ্ঠহার, ভিজে হাওয়া, নিওন সাইন
বর্ষাতি গায়, আগন্তুক চায়, তার কালো চশমা হয় রহস্যময়
শিউলি সুবাসে, শেষ স্টপ আসে, তাই কি নেমে যেতে হয়

রয়ে যায় মনে, দিন অবসানে, এক অচেনা মুখ ফিরিয়ে দেয়া
শত স্রোতস্বিনী, বিস্তীর্ণ সরণী, হারায় আমার অলীক খেয়া |


------------------------------------
© ইন্দ্রনীর / ১২ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: