সোমবার, ৮ জুন, ২০১৫

সাজ

|| সাজ ||

ঠোঁটে
লাগিয়ে লিপস্টিক, চোখে কাজল আর আইশ্যাডো
ঘাড় অব্দি বব-কাট ছেঁটে, ব্লাউজে
পুরে মালার টর্পেডো
শ্যাম্পু করে চুল ফাঁপিয়ে, দাঁড়িয়ে থাকিস তুই মার্কেটে
মুখ ফিরিয়ে ক’ জন
দ্যাখে, বল দেখি তুই, মেরে কেটে
নামিয়ে শাড়ি নাইয়ের নিচে, যতই উপচে দেখাস দেমাক
ধম্মের ষাঁড়ও তাকিয়ে চায় না, উড়িয়া পালায় পক্ষী-কাক
আর যে পরিস শাড়ির নিচে ওই ডবল, ডবল ফুলকো সায়া
না দিলে এই গুলটা, ধরা পড়ে যাবে কি তোর সিঁটকে কায়া
হিলের জুতোর খটাস খটাসে, ফাটাস কি তুই চিংড়িপটাশ
পেটে হাঁসির গুঁতো চেপে সব, মুখেই বলে, ‘শাবাশ,শাবাশ !’

বাঘ, সিংহের চাকরি চাইলে, সুপারিশ দিতেম চিড়িয়াখানায়
কিন্তু, কী আর বলব রে ভাই, যার ভাগ্যে যা, সে তাই পায়
বরাতের দোষে  চাকরিতে তোকে সাজতে হচ্ছে ম্যানিকিন
লেখা পড়াটা করলে রাজা, বিনে সাজেতেই লাগতিস কুইন !
     ||

-------------------------------------
© ইন্দ্রনীর / ০৮ জুন ২০১৫

কোন মন্তব্য নেই: