|| পদাতিক পিপীলিকা ||
পদাতিক পিপীলিকা, দেয়ালে এঁকে রেখা
চলেছে সুদীর্ঘ অজানা পথে কী তীর্থযাত্রায়
আমার কপালে লেখা, তাই শুধু একা একা
অস্থির হয়ে আছি মরুতীর্থের বালুকা বেলায়
হাতের মুঠোয় বালু, চুলে হাওয়া আলুথালু
তারই অশান্ত ঢেউয়ে এই শরীর আছড়ায়
শূন্য দেয়াল বেয়ে, ওরা যে চলেছে ধেয়ে
কোন অজানা দেবের ডাকে আবদ্ধ মায়ায়
এক পঙক্তির শৃঙ্খলা, সারিবদ্ধ ভক্তির মালা
সুদূর লক্ষ্যে নিবদ্ধ স্নিগ্ধ, স্মিতহাস্য দূরদৃষ্টি
আমার হাতে অঞ্জলি, কিছু রৌদ্রে তপ্ত বালি
পূজার মন্ত্র ভুলে করি যত পাপের অনাসৃষ্টি ||
----------------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ৩১ জানুয়ারি ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন