|| বিরহের প্রশ্রয় ||
কি অদ্ভুত এই ভীরু ভালবাসার অনুভূতি
আশ ভরে সম্পূর্ণ হয় না তার অভিব্যক্তি
বেঁধে রাখে যে তার অব্যক্ত ব্যথারই রাশ
মেঘমুক্ত হয়না কখনই এক নীল অবকাশ
প্রিয়া যে শুধু চলে যায়, না বলে কোথায়
লাগে দিশাহারা, ভাবি সে কি পথ হারিয়ে
গেছে কোনও অনাবিষ্কৃত একাদশ দিশায়
কেন সে বিপথে গিয়েছে পিছুটান মাড়িয়ে
চোখে ঝরে পড়ে পলক নোনা জল ঝরায়
বুকের হাওয়া আছড়ায় উদ্বেলিত বেদনায়
বিরহের কারাগারে চিত্ত হয় ম্লান, উদাসীন
বিষাদের প্রহরায় কাটে অষ্টপ্রহর প্রতিদিন
শরীর ক্ষয় বাল্মীকি তপস্যার জরার গ্রহণে
অবশিষ্ট চেতনার লেশ লুপ্ত হয় ক্লিষ্ট বদনে
অচিরে ধূলিসাৎ হয় জীর্ণ পাঁজরের ভগ্নস্তূপ
ভেঙ্গে যায় রিক্ত জীবনের স্পন্দন অনুষ্টুপ
প্রাণ যায়, না জানিয়ে, প্রিয়ার অন্বেষণে
যদি - হয় জন্ম জন্মান্তরে আবার এক সন্ধি
এই হৃদয়ের ছাঁচে ভরে প্রতীক্ষিত হৃদয়
উরুতে উরুর স্পর্শ, দুহাতে দু’ কপোল
শীর্ণ বুক ছুঁয়ে যায় তার অপ্রস্ফুটিত কমল
শুনি তার ধমনীতে শোণিতের মর্মর-স্তুতি
চোখের তারায় থমকে যায় সময়ের গতি
তখন কি পড়বে মনে বিগত জন্মের কথা
মূক হৃদয়ের প্রশ্নে, স্বরে ফুটবে কি বাচালতা
শোনাতে পারব কি, সব কথা যা বাকি ছিল
না, শুধু চাইব জানতে, প্রিয়া কোথা’ গিয়েছিল
প্রিয়া, প্রিয়া, প্রিয়া আমার হারিয়ে যাওয়া প্রিয়া
থাকো, ফিরে এসো না, তুমি দূরে দূরেই থাকো
তোমার বিরহের প্রশ্রয়েই আমায় ঘিরে রাখো ||
------------------------------------------------------
© ইন্দ্রনীর / ০৭ ফেব্রুয়ারি ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন