বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

হোলি

|| হোলি ||

পীতজ্বরে রাধা পিলা পিলা
নাই রাই বিনে কৃষ্ণ লীলা
বলো বলো রে মরদ মহিলা
তোমরা ক্যান রসে মজিলা ?

কোথা তোমাদের রাই-কানাই
যাই আমি অভিযোগ জানাই
পাড়ার যত সব শালী-জামাই
খেলে হোলি, বলি’ ‘তাই তাই’

তাই, থাই, উরু, কাঞ্চনজঙ্ঘা
লীলাখেলার নিত্য নতুন সংজ্ঞা
কে লইবে তাহাদের সঙ্গে পাঙ্গা
কাপুরুষ বাঁচায় নিজের পোঙ্গা

ছাড় ছাড় আজ কৃষ্ণ নামাবলী
ধরো ধরো ভাই রাধার চোলী
লাগাও তারে রঙ পাঁচমিশেলি
গাহিয়া -‘আই, আই রে হোলি’ ||

-------------------------------------
© ইন্দ্রনীর / ০৫ মার্চ ২০১৫

কোন মন্তব্য নেই: