|| সন্ধ্যারাগ ||
প্রথম তোমায় দেখেছিলেম, বয়েস ছিল দশ-একাদশ
সুপ্ত তোমার রূপের আভায় হয়েছিলেম আমি পরবশ
আবার যখন চোখে পড়লে, তুমি হয়ত উনিশ-কুড়ি
ফুল বাগানের তুমিই প্রথম অস্ফুট এক আদিম কুঁড়ি
অনাঘ্রাত তোমার ঘ্রাণে খুঁজেছিলেম আমার মৌতাত
সে’ কথা আজ লিখতে বাজে শীর্ণ বুকে তীক্ষ্ণ আঘাত
কবে ফুটেছ আর ঝরেছ, কবে নিয়েছে সময়-বাতাস
তোমার কুসুম হৃদয় নিংড়ে আমারই পাওনা নির্যাস
আজকে আবার দেখছি যখন পেরিয়ে তুমি তিন-কুড়ি
চোখের কোলে কুঁচির পরত, চুলের গোছা শনের নুড়ি
কোনও কথাই মনে রাখো না, এতই ভুলো হয়েছে মন
ভুলে গেছ কি বাঁচতে তুমি, বয়েই নিছক অবুঝ জীবন
তাই বলে তুমি থেমে যেওনা, বা চেয়ো না পিছন পানে
মনোবিকলন বুকেই রাখো, সব আকাঙ্ক্ষার সংগোপনে
এগিয়ে চলো, এগিয়ে দেখি, আরও গোটা বছর কুড়ি
কেমন লাগে প্রেম করলে অশীতিপর দুই বুড়ো-বুড়ি ||
----------------------------------
© ইন্দ্রনীর / ২৪ মার্চ ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন