শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

শেষ মৃগয়া

|| শেষ মৃগয়া ||


বসন্ত যেন আর না আসে
আমিও না যাই মৃগয়ায়
হরিণ বালিকা, হও অদৃশ্য
উদ্যত ধনুকের নিশানায়

শুনি আহত হৃদয়ে গুঞ্জিত
ধনুষ্টঙ্কারের ক্ষীণ অনুরণন
যে তার মৃদু মর্মরে জানায়
অনুশোচনা সিক্ত আবেদন

অরণ্যবালা তুমি আসিও না
ঐ হরিণ বালিকার ছদ্মবেশে
শিকার ও শিকারীর খেলায়
অশ্রু যেন রক্তে না মেশে ||


---------------------------------------
© ইন্দ্রনীর / ২৭ মার্চ ২০১৫

কোন মন্তব্য নেই: