সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

অবনী, বাড়ি আছো ?

|| অবনী, বাড়ি আছো ? রাত ক’টা ? ||


“অবনী, বাড়ি আছো ?” নেই কোনও সাড়া
সবাই মিলে বন্ধ দরজা ধরে যতই নাড়ি কড়া
আধ-খোলা জানালা দিয়ে উঁকি মেরে গুপী
কয়, “অবনী ফিতে কিছু করছে মাপা-মাপি !”

খিড়কি দিয়ে বেরিয়ে ছেলে বলে, “শুনছেন ?
এটা কিন্তু আপনাদের একটু ভুল কোশ্চেন !
যাই হোক, বাবা তৈরি করছেন উত্তরটাকে |”
শুনে আশ্বস্ত হয়ে সবাই বসলাম রোয়াকে

একটু পরে ফিতে হাতে নিয়ে বেরুলো অবনী
ঘর্মাক্ত তার কলেবর আর উত্তেজিত সব ধমনী
“প্রশ্নটা হইবে, ‘অবনী, বাড়িয়াছ ?’ ” এই বলে
ফিতে ধরল নিজের বুক ঘিরে, চেপে দুই বগলে

বলল, “ছাতির মাপ হইল বিয়াল্লিশ, এক্চ্যুয়ালি |
তাহা বাড়িয়া হয় তেতাল্লিশ, যে দিন লৌহ তুলি |
যদি না করি বগলের ক্ষৌরকর্ম সকাল সন্ধ্যায়
তবে আর এক-আধ সিকি ইঞ্চি যোগ করা যায় |”

একথা শুনে কারো মাথায় হাত, কারো কপালে
ভাবি নি অবনী করবে বাজিমাত রাত বেশি হলে |


------------------------------------------
© ইন্দ্রনীর / ০৭ অক্টোবর ২০১৩

কোন মন্তব্য নেই: