সোমবার, ৭ অক্টোবর, ২০১৩

শতরূপা

|| শতরূপা ||


কি হবে পুজোর দিন যদি প্যান্ডেলে না যাই
গড়িমসি করে দিন না হয় বাড়িতে কাটাই
খুঁজে বার করে কোনো পুরানো পুজোসংখ্যা
মিটাই অনেক দিনের সুপ্ত পড়ার আকাঙ্ক্ষা
বারান্দায় ইজি চেয়ারে এলিয়ে ক্লান্ত শরীর
পাই একটু রোদ একটু ছায়ার আমেজ গভীর
রোমে রোমে ভরে নিয়ে, টেনে গভীর শ্বাস
ফিরে পাই, হারানো, ফিরে পাওয়ার আশ্বাস

একটু জিরিয়ে নিই, অনেক পথ চলেছি
কথার পিঠে অবান্তর কথা কতো বলেছি
অনেক গিয়েছি প্যান্ডেলে, দেখেছি প্রতিমা
আজ তোমার মুখ মনে পড়েনা কেন, মা ?
হে রূপসী, নিত্য কি তোমার রূপ বদলায় ?
কেন তুমি অন্তরঙ্গ হয়ে নাও আবার বিদায় ?
স্মৃতির বিশাল পটে আছে আঁকা কত ছবি
মুছে গেছে শুধু শৈশবের মায়ের পৃথিবী
ঝাপসা স্মৃতি আর মানে না মনের কাকুতি
অদৃশ্যে ছুপায় তোমার করুণার অনুভূতি

তাই একটু বসি না করে কোনো আয়োজন
থাকি অপেক্ষায়, এবার যেতে শেষ বিসর্জন
বছরে এই চারটে দিন না কাটিয়ে কোলাহলে
শান্তিতে সারাটা বছর খেলতে তোমার কোলে
দেখতে তোমার সব রূপ বয়ঃসন্ধির আঁখিতে
স্মৃতির চিত্রপটে এক এক করে সব আঁকিতে
বালিকা, কিশোরী, প্রেয়সী, বঁধু, মাতা, কন্যা
শতরূপা এসো মা তুমি, মোর রূপসী অনন্যা ||

-------------------------------------------
 ইন্দ্রনীর / ০৭ অক্টোবর ২০১৩

কোন মন্তব্য নেই: