|| দিয়ে পাওয়া ||
জীবনটা যদি যায় চুকে, তো যাক না
মেলে, তারই দরুন, কল্পনার দু'পাখনা
হটিয়ে মনের লজ্জা, চিন্তা, ভাবনা
যাই খুঁজি তাকে, যার তরে মন আনমনা
বলেনি কেউ, কোরো না তার কামনা
বলেনি কেউ, সইতে তার দুখ যাতনা
বলেনি কেউ, মেনে নিতে তার প্রতারণা
এও জানি না, সেই কি আমার বেদনা
ক্লান্ত চোখের শ্রান্ত দুই পাতা বুজে
কানের কথা মনে শুনে, বুঝে-সুঝে
নিজের জটিল গোলকধাঁধায় নিজে নিজে
একবার শুধু হবেই পেতে তাকে খুঁজে
বলতে হবে, "কেন দেখা দাওনা আমায় ?
বাকি কিছু পাওনা আছে দেনার খাতায় ...
একটা, চোখের দৃষ্টি তোমার কমনীয়
একটা, ঠোঁটের চুমুক তোমার নমনীয়
একটা, ভুরুর ভ্রুভঙ্গিটা লোভনীয়
আর, সেই কথাটা, যা খুবই গোপনীয়”
না, না, তোমায় বলতে হবে না "ভালবাসি"
বোলো শুধু, "দাও গো বিদায়, এবার আসি !"
তোমার বিদায় আমার হৃদয় জানেই জানে
তারই মাঝে লুকিয়ে, "দিয়ে পাওয়ার" মানে ||
---------------------------------------------------------------------
ইন্দ্রনীর / ২৫ অক্টোবর ২০১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন