মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

গড়িয়াহাটে, গালিচাওয়ালা

|| গড়িয়াহাটে, গালিচাওয়ালা ||


ওই সান্ধ্য রমণীয় গড্ডালিকা প্রবাহে ...

চোখের ঢেউ দেখেই মনে মনে ধিক্কার শুনি
অথচ ওদের চোরা চাউনিতে অপলক বিস্ময়
দাঁতে চেপে ধরা রুমালে মোছা অস্বস্তির হাসি
পর্যটনের অবসন্নতা ঝরানো চোখের কাজল

ওদের দেহের মিছিল দেখে, মনে ধিক্কার গুনি
অথচ ওদের শরীর এখনও ছুলে থর থর কাঁপে
আপনি হৃদয় ফুঁড়ে ওঠে উষ্ণতার জলোচ্ছ্বাস
যার স্রোতস্বিনী ধারায় ভেজে ঠোঁটের রংলিপি

ওদের মুখ পানে চাইলেও মনে ধিক্কার গুঞ্জে
যাদের চিরেছি ছুঁড়ে আমার দৃষ্টির শল্যকুশল
পাশ দিয়ে যেতে, ছুঁয়ে দেখেছি সুডৌল বাহু
একটুও প্রতিহত না হয়ে ওদের প্রত্যাখ্যানে

তুমিও যদি হতে ওদেরই মত - ভিড়ে ডুব দিয়ে
পানকৌড়ির মত, উঠতে ভেসে হটাত কাছাকাছি
ভিড়ে  চুবিয়ে ডুবুরী হাত, ধরতাম তোমার পাত
দেখতাম চোখ মুছে ভিজিয়েছ কোন অনামিকা

থেমে যেত চৌমাথায় সব যানবাহন, পদাতিক
লাল হত কালো থামে যত হলুদ, সবুজ সংকেত
নিস্তব্ধ হত হকারদের সব ছিনিমিনি, কোলাহল
তোমার পথে বিছতাম জেব্রা ক্রসিং এর গালিচা

চল্লিশ বছর অপেক্ষায় কাটিয়েছি এই চৌমাথায়
এখনও নাতির হার ধরে তুমি ঘড়িতে দেখ সময়
এর পর কার হাত ধরবে, করবে কিসের প্রতীক্ষা
তার থেকে পা ফেল জেব্রা ক্রসিঙে, আমি আছি ||


-------------------------------------------
© ইন্দ্রনীর / ২০ জানুয়ারি ২০১৫

কোন মন্তব্য নেই: