মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫

নুনছাল



|| নুনছাল ||


আয়নার আবরণ সরিও না
থাক না, ওই অস্বচ্ছতা
জাল বোনা অতীতের ছল
যার ফাঁক দিয়ে ষোলকলা
সাজিয়েছিল রূপের ডালি
কে জানতো তার নুনছাল
লেগে রবে আয়নার কাঁচে
থাক, থাক লেগে থাক
অপাপবিদ্ধ রূপ থাক
চরিত্র গিয়েছে বিপথে
অনুরাগে সুখের খোঁজে
কিন্তু সে আসবে ফিরে

একদিন, নিতে জুড়ে 
লোলচর্মে ওই নুনছাল
সেইদিন জুড়বে জ্বালা
ততদিন আবরণ সরিও না ||


------------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ জানুয়ারি ২০১৫

কোন মন্তব্য নেই: