|| আলসে জোছনাতে ||
চলো না যাই আবার সেই ছেলেমি দুষ্টুমিটা করি
আবার সেই দোলনায় উঠে দু’জনে দিই পাড়ি
পিঠ হেলিয়ে, পা তুলে দেখাতে লাথি আকাশে
একবার তুমি, একবার আমি – পাশাপাশি ঘেঁসে
ভিন মুখে – কাঁধে কাঁধ ছুঁইয়ে হালকা শিহরণে
চলো যাই আবার সেই তুলকালাম কাণ্ডটা করি
অথবা, ধরো যদি তোমাকে ফাঁকা কামরায় ছেড়ে
নেমে ছুটে যাই যত আবলুস আবেগ সব ঝেড়ে
ছেড়ে দেয় দিক না রেলগাড়ি, বাজিয়ে হুইসিল
আমি যাই খুলে দিই বদ্ধ বৃদ্ধ বিশ্রামকক্ষটার খিল
হয়তো ট্রেন চলে গেলে আবহাওয়া বিষণ্ণ পাঁশুটে
করে ঝরবে বাতাসে চলে যাওয়া কান্নার দুটো ছিটে
অথবা তুমিও এসো, করি বিশ্রামকক্ষে নিপীত শর্বরী
খুলে তার খিল, চলো চোখের নিমেষে অন্ধকার ধরি
রেখো তুমি হাতে হাত, যতক্ষণ থাকে আবিল রাত
জানলা খুলে দেখাব, নিঝুম প্ল্যাটফর্ম হয়েছে মাত
কৃষ্ণ, ঘোর কৃষ্ণ আম্রশাখায় মেখে রুপালী জোছনা
আর তার হাতছানি, ডাকে ভরে নিতে শূন্য দোলনা
চলো যাই, আবার হই, নবমঞ্জরি সুবাসে চন্দ্রাহত ||
-----------------------------------
© ইন্দ্রনীর / ০২ ফেব্রুয়ারি ২০১৫
চলো না যাই আবার সেই ছেলেমি দুষ্টুমিটা করি
আবার সেই দোলনায় উঠে দু’জনে দিই পাড়ি
পিঠ হেলিয়ে, পা তুলে দেখাতে লাথি আকাশে
একবার তুমি, একবার আমি – পাশাপাশি ঘেঁসে
ভিন মুখে – কাঁধে কাঁধ ছুঁইয়ে হালকা শিহরণে
চলো যাই আবার সেই তুলকালাম কাণ্ডটা করি
অথবা, ধরো যদি তোমাকে ফাঁকা কামরায় ছেড়ে
নেমে ছুটে যাই যত আবলুস আবেগ সব ঝেড়ে
ছেড়ে দেয় দিক না রেলগাড়ি, বাজিয়ে হুইসিল
আমি যাই খুলে দিই বদ্ধ বৃদ্ধ বিশ্রামকক্ষটার খিল
হয়তো ট্রেন চলে গেলে আবহাওয়া বিষণ্ণ পাঁশুটে
করে ঝরবে বাতাসে চলে যাওয়া কান্নার দুটো ছিটে
অথবা তুমিও এসো, করি বিশ্রামকক্ষে নিপীত শর্বরী
খুলে তার খিল, চলো চোখের নিমেষে অন্ধকার ধরি
রেখো তুমি হাতে হাত, যতক্ষণ থাকে আবিল রাত
জানলা খুলে দেখাব, নিঝুম প্ল্যাটফর্ম হয়েছে মাত
কৃষ্ণ, ঘোর কৃষ্ণ আম্রশাখায় মেখে রুপালী জোছনা
আর তার হাতছানি, ডাকে ভরে নিতে শূন্য দোলনা
চলো যাই, আবার হই, নবমঞ্জরি সুবাসে চন্দ্রাহত ||
-----------------------------------
© ইন্দ্রনীর / ০২ ফেব্রুয়ারি ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন