সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

পিকনিকের ছবি

|| পিকনিকের ছবি ||

হালকা শীতের মন্থর সকালে মূক
এক সারি প্রতিমা প্রতিমা সব মুখ
বিসর্জন থেকে বহু যোজন দূরে
বসে আছে দেউলটির ধাপ জুড়ে
রেশমের বর্ণালী লালিত্যে উজ্জ্বল
হারা কিছু দুখ, মন্দ ভালোর সুখ
মাখা মুখ, গ্রীবা, আর চিকন চিবুক

ফেলে নোঙ্গর, জীবনের সম্মোহনে
পুরুষেরা আর খোঁজে নাক সঙ্গিনী
শুধু খোঁজে ক্ষণিকের যূথ জীবনে
কখনও কখনও যাচাই করে নিতে
সাজিয়ে যূথিকার মালা ঐ সিঁড়িতে
চেনা যায় কিনা শত সামগ্রী মাঝে
এখনও যে সুরভিত, একাগ্র অঞ্জলি
কোন একদায় চয়ন করা ফুলখানি
সব মাল্যের বুকে অনবদ্য মধ্যমণি

ইষ্টদেব, দেউলটির বিগ্রহ কায়ায়
পরিবেষ্টিত হয়ে বনিতার মালায়
বোধ করেন, না হয়েও অন্তর্যামী
এই পুজো, নৈবিদ্য, এই প্রণামী ||


---------------------------------
© ইন্দ্রনীর / ২০ ডিসেম্বর ২০১৪

কোন মন্তব্য নেই: