শুক্রবার, ৩ জুন, ২০১৬

ইতিবৃত্ত

|| ইতিবৃত্ত ||


প্রথমে, আমার কিছু সর্বশেষ লেখার উল্লেখ করি :

  1.  কাব্যকল্প - ওথেলোর একালাপ
  2. গল্প – অপেক্ষা 
  3. কবিতা -মেনি বিড়াল
  4. রম্যরচনা - কাঁচা লাউয়ের সোওয়াদ
  5. অনুবাদ - তুষার সন্ধ্যায় বনানী সমীপে বিরাম
  6. রম্য ছড়া - মধুমেহ
  7. নাটকীয় গল্প -পাঁচ মিনিট

২০১৩’য় কর্ম জীবন থেকে অবসর নিয়ে মনে হয়েছিল ‘অনেক পড়েছি, এবার কিছু লেখা যাক !’ ব্লগিং শুরু করেছিলাম |

মাতৃভাষার সাথে মৌখিক ছাড়া প্রায় সব বাকি সম্পর্ক স্কুল ছাড়ার পরেই চুকে গিয়েছিল | উল্লেখযোগ্য বাংলা লেখা শেষ পড়েছি মনে হয় সমরেশ বসুর ‘বিবর’, ‘প্রজাপতি’, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘ঘুণ পোকা’ ... তারপরেই কলেজের নানান চাপ, নকশাল গোলমালের ফলে দক্ষিণ ভারতের কলেজে স্থানান্তর, চাকরি প্রথম এগারো বছর দক্ষিণ ভারতে | এইভাবে, ক্রমে ক্রমে বাংলা বলাও, এক নিজের বাড়িতে ছাড়া, বিরল হয়ে উঠল | তারপর পড়া বলতে শুধু অফিসের কাগজ পত্তর আর যত প্রাযুক্তিক বিবরণী |

লিখতে শুরু করে বুঝলাম ব্যবসায় জগতে মার্কেটিংয়ের এত গুরুত্ব কেন – বেচতে হলে খরিদ্দারের হদিস তো চাই ! তাই বন্ধুদের গ্রুপ-মেইল থেকে টুকে একটা বিরাট তালিকা করে ফেললাম ই-মেইল ঠিকানার | প্রথম লেখাগুলো ই-মেইলের মাধ্যমে পাঠাতাম | অচেনা লোকের কাঁচা লেখা – কেউ দয়া করে পড়লেও কোনও মতামত কি সমালোচনা জানাত না | তখন এই ব্লগিংয়ের ধারণা মাথায় ঢুকল | কবে জানি না ‘গুগল ইনপুট টুল’ ডাউনলোড করে ফেলেছিলাম, সেই সাথে অভ্র স্পেল চেকার | কিছুদিনেই দেখলাম গড়গড় করে লিখে ফেলছি – তবে পাঠক তাও তেমন জুটল না | তখন খোঁজ পেলাম lonelyblogs.com এর | ওদের পাতায় লেখা “We made this website in order to support bloggers from all over the world and the blogger community.”

বেশ কিছুদিন আগে ওদের খাতায় নাম লিখিয়েও ফল পেয়েছি খুব সম্প্রতি |  সেপ্টেম্বর – অক্টোবর ২০১৫ থেকে দেখছি আমার ব্লগে পদধ্বনির কম্পাঙ্ক বেড়েছে | 

পাঠকের কাছে অনুরোধ: পড়ে ভালো লাগলে মন্তব্য করবেন | কিছু জানতে / জানাতে চাইলে যোগাযোগ করবেন এই ঠিকানায়: Indroneer@gmail.com


-------------------------------------------------------