বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

রিটায়ারী

।। রিটায়ারী ।।


এক কালে সবই ছিল - গাড়ি, বাড়ি, চাকরি
মাথা ভরা চুল ছিল, সিঁথি কাটা বাবরি

বন্ধুও ছিল বেশ, কলিযুগের পাণ্ডব
লেখা পড়া দূরে রেখে হত শুধু তাণ্ডব

প্রথম, যুধিষ্ঠির, নাম তার চন্দন
থেকে থেকে শোনাত গীটারের ক্রন্দন
দ্বিতীয় অরুণ, ভীম, হল-ওয়ানের পালোয়ান
রাত ভোর পাহারায়, গায়ে দিয়ে আলোয়ান
                     (পাছে কেউ বেশি পড়ে ফ্যালে)
অর্জুন, মাধ্যম জন, আমাগো বরুণ
প্রমীলা কুল প্রতি বড়ই করুণ
শেষ থাকে দুই জন, নকুল ও সহদেব
আমি ছিনু, আর ছিল শঙ্কর মহাদেব

তারপরে হল বিয়ে, হল বউ ও সন্তান
বন্ধুরা সেই ফাঁকে করলো যে প্রস্থান

একে একে সব গেল, শেষে গেল চাকরি
এখন বেকার আমি, হয়ে গেছি রিটায়ারী
বউ মোর কথা গেল? নট মাচ্ এ মিস্ট্রি
টাকার অভাবে সে করে ইস্কুলে মাস্টারি

অতএব ফিরে এস সব, ছেড়ে বউ বাড়িতে
অবশ্য অবশ্য হবে আড্ডা যে মারিতে |
--------------------------
 ইন্দ্রনীর / ২৫শে জুলাই ২০১৩