শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

প্ল্যটনিক সন্নিধান



|| প্ল্যটনিক সন্নিধান ||

ঘটনাটা নয় নতুন, না আহামরি
প্রায়ই শুনি, “এই রে ! কী করি ?
কী হবে ? একদম গেছি ভুলে !”
বোনা থামিয়ে নিভা উল খোলে
বুঝি নিভার দিশা হীন দৃষ্টি হতে
ভুলে গেছে নিভা ঘর ফেলতে !

চিরকালই নিভারা ঘর তুলে যায়
সোজা বুনে যায় কাঁটায়, কাঁটায়
গোলাপি উলে গোলাপের নক্সা
ঘরে ঘর মেলে, বুনট হয় একসা
কিন্তু এক মুহূর্তে ঠিক ভুলে যায়
যে সময় এলে ঘর ফেলতে হয়

সেই ভুলেই কারাবন্দী হয়ে থাকি
কাঁটায়, গোলাপে অসহ্য একাকী
নিভার কোলের ওমে উত্তপ্ত উলে
চেষ্টা করি থাকতে স্বাধীনতা ভুলে
এক ভাই-বোন প্ল্যটনিক সন্নিধানে
সে বুনে যায়, খোলে আবার বোনে ||

© ইন্দ্রনীর / ২৪ মার্চ ২০১৬

বুধবার, ২৩ মার্চ, ২০১৬

হোলি

|| হোলি ||


তোমার সঙ্গে আমি খেলি নি, খেলি না হোলি
তাও কী করে লেগেছে এত রং, শোন তা বলি

আবির উড়িয়ে পথের ধুলোয় তুমি নাচো গর্বে   
না জেনে, যার বুকে পা সে অকারণে জ্বলবে
হাতে যার পিচকারী, জানো না সে অন্য কৃষ্ণ
তার কুমকুম রং তরল, তার উত্তাল হৃদয় উষ্ণ
রঙের ধূম্রজালে রামধনু আঁকে সে একা একা
কী যায় আসে তার, তোমার সিঁদুর তো পাকা
সে দেখে আবিরে চিকচিকে খুদে অভ্রের কণা
জানে তুমি খেলবেই, কিছুতে করবে না মানা
জানে সে মুখ থেকে মুছে দিয়ে সব প্রণয়ের রং
তার রাঙা হাতের মঞ্জনে করবে আহরণ শিহরণ

আমি দেখে এই সব হই বিপর্যস্ত হতে পর্যদুস্ত
মুখ ঢাকি আনকোরা হাতের তালু করে প্রশস্ত
পরে দেখি আয়নায় ভীরু দুর্বল কাপুরুষ চিতে
মুখে লেগেছে কত রং, যত তুমি পার নি দিতে ||


-----------------------------------
© ইন্দ্রনীর / ২৩ মার্চ ২০১৬

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১৬

চুরি

|| চুরি ||

তোমাকে নিয়ে আমার দেহ মোহ ঘোর শর্বরী
ভোর যতক্ষণ হয় না, কাটে না তার খোয়ারি
কে বলেছিল ঘুমাতে খুলে রেখে সপাট দোর
কোথায় লুকাবে বলো নিশুতি রাতের চোর ?

খোলা ছিল তোমার সব কিছু, ছড়াচ্ছিল ঘ্রাণ
ভ্রূণ ভঙ্গিমার ভাঁজে শিথিল শরীরের আহ্বান
হাসনুহানা, কি শিউলি, কে ছিল আমার সাথী
দু’জনে দৃষ্টিহীন, আঁধারে লুটেরা দুই অতিথি

কী ছিল তিথি, অমাবস্যা, একাদশী, না পূর্ণিমা
মোহের কুণ্ডে বিসর্জিত ছিল তোমায় প্রতিমা
তোলপাড় তোমার শরীরে শুধু নিশ্বাসের ঢেউ
সাক্ষী একটাও রাখি নি, দেখে নি চুরিটা কেউ

পূব আকাশে লজ্জার লালিমা, উঠছে সোনা সূর্য
প্রকাশ্যে দিবালোকে পালাবো, তাই ধরেছি ধৈর্য
শর্বরী, তুমি ঘুমিয়ে থাকো, বিশৃঙ্খল রাখো অঙ্গ
কী ক্ষতি যদি এই ভাবে চুরাই তোমার অনুষঙ্গ ?

প্রমাণ হিসাবে হাতিয়েছি শুধু তোমার চুলের কাঁটা
খোলাচুলে ঝুলবারান্দায় এসো, যখন বাজবে নটা
আমি যাব নিচের পথে, পকেটে মনিহারী দোকান
শুনিও, “এই যে ... দুটো চুলের কাঁটা দিয়ে যান |”

------------------------------------------
© ইন্দ্রনীর / ১৭ মার্চ ২০১৬