শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

জনারণ্যে একাকী


|| জনারণ্যে একাকী ||

মুহূর্তের ব্যস্ততা ছিল লোকালের আসা যাওয়ায়
আমি ছিলাম প্ল্যাটফর্মে, সে বসে ছিল জানালায়
চোখ তুলে একবার দেখে তার নামানো দু’ চোখ
আড়ালে আনমনে খুঁটে দেখছিলাম অসমান নখ
ভাবছিলাম একবার যদি সে চোখ তুলে আমেজে
দোহাই ভগবানের, আমার মনের মিনতি বোঝে

কিন্তু লোকালের আগমনের অনবরত কোলাহলে
আর আমার অসামান্য দুর্বলতায়, প্রতি পলে পলে
আমায় রাখতে ঘিরে এক অনচ্ছ দুর্ভেদ্য পরিখায়
ছিলাম লুকিয়ে খবরের কাগজে, কালো চশমায়
দেখিনি সে তাকিয়েছিল কিনা, দেখিনি তার চোখ
অনুমিত আঁধার যার তারা, যত ঘন কালোই হোক

হটাত, “বলতে পার আজ কেন নেই কোনও গাড়ি ?”
শুনে, দেখলাম পাশে দাঁড়িয়ে সেই দৃষ্টিহীনা নারী
প্রশ্ন করলাম, “কোথায় যাবে, ঠিক করেছ সেটা কি ?”
বললে, “যেখানে তোমায় পাব আমি সম্পূর্ণ একাকী” 

সম্বিত ফিরিয়ে নিজেকে লুকলাম কাগজে ও চশমায়
দেখলাম বাঁশি বাজিয়ে লোকালটা ছেড়ে চলে যায়
চোখ তুলে সে তাকাল, মেলে নিবিড় পলক অনন্য
সে চোখের তারায় প্রতিফলিত বহমান দৃশ্যের গতি
বুঝলাম সে আমায় দেখেনি, শোনেনি আমার মিনতি
একা হওয়া হল না, ঘিরে নিলো প্ল্যাটফর্মের জনারণ্য ||


----------------------------------------------------------------------------------------------
©ইন্দ্রনীর / ১৪ ফেব্রুয়ারি ২০১৪




কোন মন্তব্য নেই: