শনিবার, ৫ অক্টোবর, ২০১৩

মেঘের বিরহে

|| মেঘের বিরহে ||


আজ আকাশে মেঘদের ফেরার পালা
কে যেন ওদের ভুলে দিয়েছে ছুটি
একদা জটিল, ধূসর, পুঞ্জ মেঘমালা
হয়েছে ছত্রভঙ্গ, ছত্রাকার কুটি কুটি |

বর্ষার পাঠশালে গুটিয়ে পাততাড়ি
ঈশানী প্রবাস থেকে নৈর্ঋত দেশে
সাগরিকা নভ চারী ফিরছে বাড়ি
ঝেড়ে পাখনার জল, রিক্ত বেশে |

ফিরে যেতে অস্থির, প্রবল গতিতে
উৎসুক ডানা তারা ভাসিয়ে হাওয়ায়
ঝকঝকে নীলাকাশে আগত শরতে
লেপে স্বর্ণাভ
রোদ, রুপালী চূড়ায় |

তারই মাঝে মুক এক বেদনার রেশ
মূর্ছনা যার হাওয়ার ত্রস্ত স্পন্দনে
যেন কিছু হারানোর অব্যক্ত ক্লেশ
বিলুপ্ত অশ্রুহীন, প্রশমিত রোদনে |

মেঘেতে মেঘের ছায়া, তার কিনারে
বন্দী আলোক অলীক ছায়ার মায়ায়
যার কারাগার ওই মেঘের মিনারে
মেঘের অলিন্দে যার আঁধার ঘনায় |

আসে যায় যাযাবর মেঘমেদুর দিন
কাটে জীবন আলো-আঁধারির মোহে
করে মেঘাত্যয়ের
এই ঔজ্জ্বল্য মলিন
বিকিরণ ডুকরে কাঁদে মেঘের বিরহে |

ইন্দ্রনীর / ০৫ অক্টোবর ২০১৩

কোন মন্তব্য নেই: