বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

অনাবিষ্কৃত পুরাতত্ব

|| অনাবিষ্কৃত পুরাতত্ব ||


পোস্টম্যান আজও এসে ফিরে চলে গেল
হল না দেখা, অবেলায় বেলা পড়ে এলো
হয়তো তোমার চিঠি সে এনে ফিরে গেল
কী যে লেখা ছিল, বলো না কী লেখা ছিল

হয়তো সে খাকি ঝুলিতে রেখেছে জমিয়ে
মুখশুদ্ধি তোমার চিঠি, থরে থরে সাজিয়ে
হয়তো সে সামলে আঁকড়ে রেখেছে ধরে
অনাবিষ্কৃত পুরাতত্ব, অজস্র চিঠির নজিরে

জানি সে করবে একদিন সময়ে অনুসরণ
তোমার অপরিণত হাতের বক্রিমা লেখন
প্রস্তরীভূত, সুমেরীয় সূক্ষ্ম কীলক আখরে
অবর্ণনীয় যার অর্থ ছিল আমার অগোচরে

যে চেষ্টায় আমি হেরেছি তোমার কাছে
আমার সে’ স্থান কি পোস্টম্যান নিয়েছে
কী দুখে ঠুকছ কীলক, বলো কোন দুখে
ক্ষতবিক্ষত করে ভালবাসা বুকের ফলকে ||

------------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ নভেম্বর ২০১৪

কোন মন্তব্য নেই: