শনিবার, ১৭ আগস্ট, ২০১৩

ডাবল মশারি


|| ডবোল মশারি ||

গুজব ছড়ায় পাড়ার ঝিয়ে, হাবুর নাকি মেয়ের বিয়ে
পুজোর নামে চাঁদা করে, বর পেয়েছে ওজন দরে

গায়ের রং - বেগুন ভাজার ; হাত পা যেন লোমশ রাজার
গোঁপের উপর থ্যাবড়া নাক ; নাকের ডগায় তিলের চাক
কুটিল চোখের জটিল ভুরু ; ঠোঁট গুলো বেশ লালচে, পুরু
গাল দুটোতে ব্রণের চাষ ; কানের লতি ক’ সের মাস
নিটোল পেটটা প্রকাণ্ড বেশ ; তার উপরে কাঁচাপাকা কেশ
মাঝখানে এক টোপা কুল, নাভি নাকি, পাকা জামরুল ?

পায়ের নখে কামড়ে মাটি, হাফ-ধুতি পরে যায় সে হাঁটি
দেখে জোড়া পায়ের গোছা, “নিম্নে কেন তাহার পাছা ?”
প্রশ্ন করে ছেলে ও বুড়ো | উত্তর যোগায় নকুল খুড়ো
“ও' দুই ব্যাটা, উপরে মা-বাপ, তাই গতরে তাদেরই ছাপ”

যাই হোক, তার ভালই মন, বিয়ে করবে না নিয়ে পণ
চাই না কিছুই, বাড়ি গাড়ি, চায় শুধু এক জোড়া মশারি

গায়ের চুলের ম্যালাই হ্যাপা | পাড়ার মশা বিলকুল খ্যাপা
রাতের বেলায় ঘুরে ফিরে, সকাল সকাল ফেরে নীড়ে
চুলের মধ্যে ঢুকে পড়ে, কামড়ায় না, বেড়ায় চরে
পাশ ফিরলে সুড়সুড় করে এপাশ থেকে ওপাশ সরে
বউটি নতুন, আশে পাশে, ফিকফিকয়ে যদি হাসে
যদি মশায় দ্যায় খেপিয়ে, মাথায় উঠবে নতুন বিয়ে
খাস্তা করে বরের দশা, কামড় দেবে পুষ্যি মশা
ফুলে গেলে লাশ দশাসই, পালিয়ে যাবে বিয়ে করা সই

কিন্তু ভায়া জোড়া মশারি ? মামলাটা কি জানতে পারি ?
বলছি তবে গোপন কথা – তাজ্জব এই বরের মাথা !

ধরবে মশা আজব প্ল্যানে, ঘুম পাড়িয়ে নতুন কনে
ওত পেতে সে রইবে বসে, মাতবে মশা বৌয়ের রসে
নতুন বৌয়ের গতর ঘিরি, বাঁধবে তখন এক মশারি
এই টোপে সে ধরবে মশা, বুদ্ধি তাহার এতই খাসা
(ইয়ং ব্লাডের কাজ কিবা, যদি না হয় পতির সেবা ?)

এর পরে মক্কেল ক্ষুরধার, খাটাবে আরেক মশারি তার
তার ভিতরে ফুলিয়ে ভুঁড়ি, নাক ডাকিয়ে ভুরি ভুরি
জমাবে ঘন ঘুমের পালা, চুকিয়ে যত মশার জ্বালা

তাই বলছি বন্ধু, শোনো | বউ থাকলে বিপদ কোনও
গছিয়ে দিয়ে তার ওপরে, ঘুমাও তুমি আলস ভরে

আজই গিয়ে শ্বশুর-বাড়ি, অর্ডার করো ডবোল মশারি
কদিন শুয়ে ট্রায়াল দিয়ে, না হয় কোরো ডবোল বিয়ে ||

--------------------------------------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ১৭ অগাস্ট ২০১৩



২টি মন্তব্য:

Aloke Chatterjee বলেছেন...

বেশ লাগছে, ধীরে ধীরে, খেয়াল খুশী মত পড়বো।

Aloke Chatterjee বলেছেন...

দিব্যি লাগছে, খেয়াল খুশী মত পড়ব একটু একটু করে।