মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

অশ্রু

|| অশ্রু ||


কার প্রতীক্ষায় আমি এতদিন একা
কত সবুর, আশা, বর্ষায় পাব দেখা

কাটিয়ে সমগ্র বর্ষের বিরহ অকাল
আসবে গড়িয়ে এক মেদুর সকাল
আকাশের মেঘে তার এলানো চুল
হাওয়ায় আর্দ্র অছিলা, ত্রস্ত, ব্যাকুল
বজ্রের নির্ঘোষে তার আসার ডঙ্কা
বিজলিতে শিহরিত আঁখিতে শঙ্কা
দুলিয়ে পাতার কানে কদমের দুল
পায়ে পায়ে মাড়িয়ে লাল জামরুল
মাটিতে নিংড়ে তার শাড়ির শিঞ্জন
মদিরা আসক্ত ঝিমঝিম মৃদুল গুঞ্জন

‘ওই, এলো সে’, বলে
আমি ছুটে যাই | খুলি দরজা, জানালা
কই সে ? বাইরে শুধু বৃষ্টি, এক পশলা !

সে কি আসবে না, এই বার্তা কি তারই
তাইলে আকাশ ঝরায় কার বিদায়ী বারি ?

-------------------------------------------------------

ইন্দ্রনীর / ২৪ জুন ২০১৪

কোন মন্তব্য নেই: