সোমবার, ২৮ জুলাই, ২০১৪

এই ছেলেটা

|| এই ছেলেটা ||


এই ছেলেটা, ভেলভেলেটা
হারিয়ে ভিটের চাবি
বাস তুলে দিয়ে, ভিন পাড়া চ’
মোর সাকিনে যাবি

আসন পেতে পায়েস দেব
বাটি কানায় ভরে
আয়েস করে চেঁছে পুঁছে
ঢুলবি ঘুমের ঘোরে

ছড়িয়ে শীতলপাটি মাদুর
মেঝেয় দেব পেতে
ঘুমপাড়ানি গান শোনাব
লুকিয়ে আঁচলেতে

নিবিড় হাতে জড়িয়ে ধরে
পায়রা বুকের ওমে
মান অভিমান ঘুচিয়ে দেব
যত যা আছে জমে

তোর মা নেই তো কী হয়েছে
হই যদি তোর দিদি
কি ছোটবোন, বৌ টুকটুকে, বা
পণের পাওনা বাঁদী

ধর না, আমি এক বাঁদী বিবাগী
খুঁজছি মনিব ছেলে
যার সই হয়ে পায়েস খাওয়াব,
ঘুম পাড়াতে কোলে

তাইতো পায়েস রেঁধে, ফেঁদে
বসে ছিলেম একা
অদ্ভুত তুই, কার কী খোঁজে
মেলালি চোখ চকা

করিস না লাজ, রাগ করিস না,
ধরিসনে গোঁ একরোখা
বোঝ - মা, দিদি, বোন, রাঙা-বৌ
সবই ফাঁদ রে, বোকা

...

এই ছেলেটা, ভেলভেলেটা
ফেলে দে ভিটের চাবি
খোঁজ গিয়ে যা ভিন পাড়াতে
তোর মনের মৃগনাভি ||


---------------------------------------------------
ইন্দ্রনীর / ২৮ জুলাই ২০১৪

কোন মন্তব্য নেই: