সোমবার, ১১ আগস্ট, ২০১৪

কলির কেষ্ট

|| কলির কেষ্ট ||


প্রথমা রাধা ও দ্বিতীয়া অনুরাধা
দুই প্রিয়া সখী নিয়ে বড়ই ধাঁধা

রাধার বাড়ি দূরদেশ, নয়নজুলি
অনুরাধার পাশেই, কুমারটুলি
রাধার রংটি খাঁটি ঘোর শ্যামলা
অনুরাধার, কৃত্রিম কাঞ্চন গলা
রাধার চক্ষু জোড়া পটোলচেরা
অনুরাধার, অজ্ঞাত ফন্দি ভরা
কী দেখনহাসি, রাধার মুখশশী
অনুরাধার, পুঞ্জিত রহস্য রাশি
রাধার নেই সাধারণ কাণ্ডজ্ঞান
অনুরাধার জ্ঞান পণ্ডিত প্রমাণ
রাধা সেকেলে, বড় আটপৌরে
অনুরাধা অতি আধুনিকা শহুরে
দুইয়ের সান্নিধ্যে বিস্তর তফাত
রাধার ঘনিষ্ঠতায় অকপট সাথ
অনুরাধা বিরাজে যোজন দূরে
আমি মরি মিছেই পিছনে ঘুরে

অনেক ভেবে চিন্তে যা বুঝলাম
এক সুলভ, দুই ভাগ্যের নিলাম

তাই,
যদিও আমি রাধাকে ভালবেসেছি
তবু, অনুরাধাকে বিবাহে যেচেছি

তবে,
যদি আমায় বিচ্ছেদ দেয় অনুরাধা
বাঁশির ডাকে ছুটে আসবেই রাধা
শ্রীকৃষ্ণের শিক্ষায় আমি উত্তরসূরি
বিবাহ-পণে চেয়েছি একটি বাঁশরি
মোবাইল, সাথে সুরেলা রিংটোন
হরিপ্রসাদ চৌরাসিয়া, যখন তখন ||


-------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ১১ অগাস্ট ২০১৪

কোন মন্তব্য নেই: