শুক্রবার, ২৯ আগস্ট, ২০১৪

শরতের প্রতারণা

|| শরতের প্রতারণা ||


আজ মেঘের পিছু মেঘ ছুটিয়েছি অশোভন তাড়নায়
বসে বসে ভেবে তোমার কথা এই শরতের প্রতারণায়
এসেছে শরৎ রৌদ্রজ্জ্বল, উদ্ভাসিতে আঁধার যত স্মৃতি
তুমি নেই তাই লাগে না ভালো সোনালী সবুজ প্রকৃতি

মিছিমিছি তুমি বলেছিলে কেন আসবেই আবার ফিরে
কই এলে না তো, একবার হারিয়ে অস্থি মজ্জার ভিড়ে
উরু, তলপেটে মোচড় দিয়ে যায় তোমার ঐ শূন্যতা
তাই ছুটিয়েছি মেঘের পিছু মেঘ, জানাতে সেই বার্তা

এসো তুমি এসো, না হয় আমার দেবীর সজ্জা সাজে
হৃদয় হীন এই অধমের বুকের জরাজীর্ণ পাঁজর মাঝে ||


----------------------------------------
© ইন্দ্রনীর / ২৯ অগাস্ট ২০১৪

কোন মন্তব্য নেই: