মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

আবার বৃষ্টি

|| আবার বৃষ্টি ||


আজ আবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছে
ক্ষান্ত হয়ে আসা, ভাদ্র মাসের শান্ত
চুপচাপ, যেন কোনও কান্নার তলানি
তার ফোঁটার ফাঁকে ফাঁকে মাথা গলিয়ে
হাওয়া পালাচ্ছে তার ভিজে ভাব থেকে
ছুঁয়ে শুধু গাছের ভিজে একসা কোমর
গাছের ডালে বসে বসন্তবৌরি কী ভাবছে
মুখ গম্ভীর, নাকি উদাস, কে বলে দেবে ?

এই সব দেখে তোমার কথা মনে পড়ছে
বড্ড মনে পড়ছে ...
বলতে যে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে

জানি তোমাকে বলা যাবে না যে এই বৃষ্টি
সেই সেদিনের, যেদিন তুমি কেঁদেছিলে
ক্ষান্ত হয়ে আসা ভালবাসার শেষ শান্ত
চুপচাপ, অথচ বেসামাল, কান্নার তলানি
যার থেকে মাথা বাঁচিয়ে পালিয়েছিলাম
তোমার ভিজে কাদা মসৃণ গাল থেকে
চিবুক চোয়া তার টপটপ ফোঁটা থেকে
না ছুঁয়ে তারই আবেগে শিহরিত কোমর

তবু, সেই একই বৃষ্টি আজ আবার হচ্ছে
আর কত প্রতিশোধ নেবে তুমি ?
বলো, আরও কত ?


--------------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ০২ সেপ্টেম্বর ২০১৪

কোন মন্তব্য নেই: