|| একদিন ||
আমি জানি একদিন সব যাবে
বিনিময়ের সহযাত্রী পথিক যত
শৈশব বন্ধু, সুহৃদ সতীর্থ সখা
আর যত ওষ্ঠাগত-প্রাণ প্রেমিকা
যত তুমি-আমি, প্রেম, ভালবাসা
তুই-তোকারির আলগা আবেশ
ছোঁয়াচে সম্পর্কের জটিল নিবিড়তা
হাতে, ঠোঁটে, গালে উচ্ছিষ্ট স্বেদ
নাকি প্রতিশ্রুতি ভঙ্গের অশ্রু
একদিন সবই যাবে, দেখো
শুধু রয়ে যাবে,
ভাঁটার জলের মত অবশিষ্ট
একদা আচ্ছন্ন কুয়াশার কিছু রেশ
ওই কমলা লেবু গাছ ঘিরে
আঁকড়ে তার ছায়াঘেরা তল
শিশুর বাহু-বেষ্টনীর মত
রয়ে যাব তুমি আমি স্মৃতিতে
বিলীন, নিমজ্জিত, শ্বাসরুদ্ধ
আর রয়ে যাবে ভাসমান
ধরা ছোঁয়া, নাগালের বাইরে
সেই কমলালেবু রঙিন
আমাদের প্রতিশ্রুতির ফল
নিষিদ্ধ যার কোয়ায় ছিল
তোমার ঠোঁটের কায়া
সুরভিত রসে পরিপূর্ণ
পূর্ণতার প্রথম প্রতিশ্রুতি ||
-----------------------------------
© ইন্দ্রনীর / ২১ সেপ্টেম্বর ২০১৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন