মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

যা মা

|| যা মা ||


আর তো মা সয় না এই বুকে দুখ
দৈন্যের মাঝে তোর রূপ খোঁজা
“গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ”
রক্তে রাঙ্গা মা, রক্তে রাঙ্গা, দ্যাখ ...
কী করে বই বল এ’ ব্যথার বোঝা ?

খরার পর খরা এলো আর গেল
শুকলো খাল-বিল, পুষ্করিণীর জল
শরীরের ঘাম কী, রক্তও শুকলো
ফাটল মাঠ, ঘাট, আর কত বুক ...
খরা চোখে ফোটে কি নীলোৎপল ?

তাই বলি মা, আর আসিস না ঘরে
পারব না মা দিতে পুষ্পের পুজো
দারিদ্রের বোঝায় ধুঁকছি সব মোরা
সইছি নীরবে অনশনের অপমান ...
ঝুঁকেছে মেরুদণ্ড, পিঠও কুঁজো

আসিস নে মা, আর আসিস নে
দূর থেকে যা পুজো নেবার, নে
দারিদ্রের রোগ ছুঁয়েছে সবাইকে
ধনী, নির্ধন, লোভী, পাপী, পুণ্যবান ...
যা মা, এ জগতে আর পা দিস নে  !!

-------------------------------------------------------------
© ইন্দ্রনীর / ১৩ অক্টোবর ২০১৫

কোন মন্তব্য নেই: