|| মা আসছে ||
ঝরছে শিউলি, দুলছে কাশের জটলা প্রভাতী বাতাসে
মা আসছে ? আসছে, আসুক, আমার কী যায় আসে !
মা আসে যায়, ধুপে আর ছায়, উঠোনে, বাটে, ঘাটে
স্মৃতি চলে যায় শিকল আঁটকে, সংসার তুলে পাটে
মেঘ কেটে ওঠে উজ্জ্বল রোদ, জ্বলে পোড়ে এক মন
‘মা বলিতে প্রাণ করে আনচান’, শুনি মন্দ্রিত উচ্চারণ
কেন তুমি আসো মা, চুপি চুপি এসে আঁচলে মুছে মুখ
শুনে নাও আমার জীবনের কথা, মিশে আছে সুখ দুখ
এ যাত্রায় আর হোলো নাকো সারা শুরু করা সব কাজ
তোমায় সাজিয়ে ঘরে যে আনব, সে আশা দুর্লভ আজ
তাও আসছ ? বুঝেছি, দেখতে আছি আহ্লাদে না ক্লেশে
দেখো আমি আছি কাশে, শিউলিতে, প্রভাতের আবেশে ||
--------------------------------------------
© ইন্দ্রনীর / ০৬ অক্টোবর ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন