শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

অপ্রেমসুখ

|| অপ্রেমসুখ ||


আর তো প্রণয় সুখ জাগে না এই বুকে
সময়ের খাঁজে ভাঁজে গিয়েছে সে চলি
সারা রাত চাঁদ, নীহারিকার তারকাগুলি
মেলায় আঁখি, করে অস্ফুটে কী বলাবলি

স্মরি, একদা এক বালুচরে তুলিয়া মাথা
চাহিয়া আকাশে, এক বধ্য হরিণ শাবক
দেখিয়াছিল কাশবন হতে চাঁদ পানে
নীরবে উড়িয়া যায় শত সহস্র শুভ্র বক
তাহাদের মাঝের সম্পর্ক হীন ব্যবধানে
দ্বিধাহীন সাবলীল গতির একাকী উড়ানে
ছিল এক নির্বাক নিষ্পাপ সংকেত যেন
প্রেমহীন জীবনের অবাধ স্বাধীন বিচরণে
কাটিবে না তাহারই বা এ জীবন কেন ?
তখনই তটিনীর স্রোতে দেখিল সে মুখ
দেখিল হরিণ নয়নে জাগিয়াছে এক সুখ
জলতরঙ্গে কাঁপিয়া উঠিলে তাহার শিহরণ
করিল সে সলিলে ব্যাকুল আত্মা নিমজ্জন

সেই হতে আর প্রণয় জাগে না এই বুকে
খুঁজি আমি সময় সলিলে সমাধিস্থ শাবক
বুঝি না আছি কি আনন্দে, নাকি বড় দুখে
দেখি শশাঙ্কের বুকে ছাওয়া বকের কুহক ||


-------------------------------------------
© ইন্দ্রনীর / ৩০ অক্টোবর ২০১৫

কোন মন্তব্য নেই: