|| অবসাদ ||
হটাতই মনে পড়ে গেল এই দিনে, যৌবনের প্রাক্কালে
তোমার সাথে আলাপ বাক্যহীন, আড়ালে, আবডালে
তখনও হয় নি উন্মেষ আমার চিত্তে প্রেমের আভাস
জগত বলতে বন্ধুত্বই সব, দিবানিশি বন্ধুর সনে বাস
দেখা সাক্ষাতের নেই বাঁধাধরা ক্ষণ, সব প্রহরই ঠিক
বন্ধু এসে ডাকলে ছুটে যাব, হারিয়ে জ্ঞান, দিগ্বিদিক
তখন একদিন বন্ধু এসে বলল কৃষ্ণচূড়ার শীর্ষডালে
ফুটেছে ফুল, ভয় ঝরে পড়বে ঠিক পরদিন সক্কালে
ছুটলাম আমি, উঠলাম গাছে, বেয়ে তার শাখা প্রশাখা
ঝাঁকিয়ে ডাল নিচে ফেললাম, পড়ে ফুল হল ধুলোমাখা
সযত্নে ধুয়ে ডালায় সাজিয়ে দেখি ঝরেছে তার রেণু সব
সৌন্দর্য, শুচির বিভব নিয়ে ডালাটা নির্বাক ফুলের কলরব
তখন বন্ধু বলল, যা, সব তোর সেই মেয়েটাকে দিয়ে আয়
দিতে তোমাকে, ব্যথা দেখলাম চোখে গোধূলির অবেলায়
বন্ধুর সাথে হল ছাড়াছাড়ি অভিমানে, কৃষ্ণচূড়ার বাগানে
ভেঙ্গে গেল বুক, বুঝলাম সুখ, আসবে না আর জীবনে
সেই অবসাদ আজও বয়ে আমি এড়াই যত কৃষ্ণচূড়া
ভুলতে পারি না যে শৈশব শেষ, সব শরিক বিগত
আর, ভুলতে পারি না, প্রথম প্রেমে না পড়া ||
----------------------------------------
© ইন্দ্রনীর / ১০ অগাস্ট ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন