বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

ভুলো মন

|| ভুলো মন ||

এরপরও আসবে প্রতি বছর তার জন্মদিন
কিন্তু সে হবে না আর উনষাট কোন দিন
কালই তো ছিল সে আমার সখী পূর্ণযৌবনা
ষাটে পা দিলে কি তার সে অপরূপ দেখব না
বহুকাল আগে এক দুপুরে মিহিজামে নেমে
পড়েছিলাম চিত্তরঞ্জনের এক গোলাপের প্রেমে
তখন সে মাত্র চব্বিশ, মাখনে সিঁদুরের ছোঁয়া
অনাঘ্রাত, মায়ের স্নেহের শিশিরে সদ্য ধোয়া
বাসর জাগিয়ে কেঁদেছিল রাত ভোর কী বৃষ্টি
থামলে অঝোর ধারা, ধরে তার নম্র হাত মিষ্টি
গাঁটছড়া সামলে শুধু দুজনে ইতস্তত পায়ে
পরনে বেনারসি, জড়োয়া গহনা ছিল গায়ে
পথে নেমেছিলাম সাথে, পথচলা করে শুরু
পিছনে ফিরে সে আর চায় নি চোখে ভীরু
এত শত অনুরাগ, ভাব, ভালবাসা, অভিমান
সময়ের সাথে বেড়ে কমে হয়েছে ম্রিয়মাণ
আজ সুকন্যা পাঠিয়েছে ছবিতে মাকে ফুল
শুভ দিনের শুভেচ্ছা, অনুপস্থিতিতে ব্যাকুল
স্কুলের বাচ্চার শুধবে, “মিস, আজ কী দিন ?”
আমিই বলি নি জাগিয়ে তাকে, “শুভ জন্মদিন !”


----------------------------------------
© ইন্দ্রনীর / ১৯ অগাস্ট ২০১৫

কোন মন্তব্য নেই: