সোমবার, ৩ আগস্ট, ২০১৫

বন্ধুত্বের গো-চোনা

|| বন্ধুত্বের গো-চোনা ||
(গতকাল ২ অগাস্ট, ‘বন্ধু দিবস’ ছিল – সেই শোকে অশোক হয়ে লিখছি)

বন্ধু আমাদের ছেড়ে গেল কারো কথা নাহি শুনে
এমনই নাকি রামচন্দ্র গিয়েছিলেন একদা বনে
পাতের ভাতে রাগে করে তিনি যান নি বিলক্ষণ
সাথে তো তাঁর ছিলই ছিল, সীতা আর ধরলক্ষণ

সুহৃদ আমার চলে গেল দিয়ে বুকে একটু ব্যথা
ভাই-বন্ধু বলে নয়, এমনিই বলছি একটা কথা
আচ্ছা বিজন অরণ্যে কি লাগে না ভাই লক্ষণ
কবে, কি কেউ বলতে পারে, আসে কার কুক্ষণ

ধরো যদি আসে কোন বিপদ তার বরাতে ঘনিয়ে
আমি থাকলে সাথে, দিতে সে পারত তা গছিয়ে
যেমন হামেশা লেগে আছে এই উৎপাত কবিতার
নিজের মনে আউড়ে, কে ক্যহাঁত্যক পাবে নিস্তার

সেক্ষেত্রে ধরলক্ষণটা সাথে থাকলে আশেপাশে
কবিতা তাকে শোনান যায় গলাটা ঝেড়ে, কেশে
কিম্বা সীতা চরিত্র নিয়ে নানান, বিশদ আলোচনা
সত্যি কি সে অপরূপা, বিম্বাধরা, সুশ্রী, সুলোচনা

কেনই বা তাহার সদাই দুর্লভ সোনার হরিণ চাই
যখন আছে সর্বদা সাথে, সম্পর্কে-দেবর এক ভাই
সে তো শুধুই হাতে ধরে, মুখ দেয়না সে কিছুতেই
বন্ধু, ঘরে ফেরো, দেখ, তোমার সীতা বৌ ও নেই

এখন তুমি যতই লেখ নর-পুরীষ নিয়ে রম্য রচনা
পড়ে কি মনে হবে না ? ‘উফ! এ কী গো-চোনা !’


-----------------------------------------
© ইন্দ্রনীর / ০৩ অগাস্ট ২০১৫

কোন মন্তব্য নেই: