|| ক্রুশ ||
হিয়া তোমার মনের যত কানা অলি গলি
হদিস তার রাখে না কোন গুগল মানচিত্র
ব্রাউনিয়ান মোশনটা আমারও তো ফাজিল
পদক্ষেপ অনিশ্চিত, আসা যাওয়া যত্রতত্র
আমি নই টলোমলো, নই আমি তালকানা
তবু যেন পাকাবই তালগোল একটা কী
যেমন, যখন ভাবি পৌঁছেছি অন্তঃপুরে
কাছাকাছি এসে পাই, বন্ধ দুয়ার খিড়কি
সময়ের হিসাবে সে ক্ষণে ঘনায় ভরসন্ধ্যা
চাঁদ ওঠে, জলজ্যান্ত, অস্তগতর আভায়
তুমি খুলে জানালা পাও হাওয়ায় নিশিগন্ধা
আমি খুব খুঁজি চাঁদে, পৃথিবীর প্রতিচ্ছায়ায়
যদি দেখা যায় সেই পথ, যা পেতে হারাই
তখন অবাক হয়ে চাঁদ চায় মুখ ভেংচিয়ে
দেখায়, তার ঊষর বুকে ক্রুশ এঁকে লেখা
“ইউ আর হিয়ার !” দক্ষিন তর্জনী নাচিয়ে
হিয়া, আমি তো জানিই যে আমি তোমার !
তুমি কী আমার বুকে দেগে দেবে ক্রুশ তার ?
---------------------------------------
© ইন্দ্রনীর ০৭ অগাস্ট ২০১৫
হিয়া তোমার মনের যত কানা অলি গলি
হদিস তার রাখে না কোন গুগল মানচিত্র
ব্রাউনিয়ান মোশনটা আমারও তো ফাজিল
পদক্ষেপ অনিশ্চিত, আসা যাওয়া যত্রতত্র
আমি নই টলোমলো, নই আমি তালকানা
তবু যেন পাকাবই তালগোল একটা কী
যেমন, যখন ভাবি পৌঁছেছি অন্তঃপুরে
কাছাকাছি এসে পাই, বন্ধ দুয়ার খিড়কি
সময়ের হিসাবে সে ক্ষণে ঘনায় ভরসন্ধ্যা
চাঁদ ওঠে, জলজ্যান্ত, অস্তগতর আভায়
তুমি খুলে জানালা পাও হাওয়ায় নিশিগন্ধা
আমি খুব খুঁজি চাঁদে, পৃথিবীর প্রতিচ্ছায়ায়
যদি দেখা যায় সেই পথ, যা পেতে হারাই
তখন অবাক হয়ে চাঁদ চায় মুখ ভেংচিয়ে
দেখায়, তার ঊষর বুকে ক্রুশ এঁকে লেখা
“ইউ আর হিয়ার !” দক্ষিন তর্জনী নাচিয়ে
হিয়া, আমি তো জানিই যে আমি তোমার !
তুমি কী আমার বুকে দেগে দেবে ক্রুশ তার ?
---------------------------------------
© ইন্দ্রনীর ০৭ অগাস্ট ২০১৫
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন