রবিবার, ৯ আগস্ট, ২০১৫

মধুমেহ

|| মধুমেহ ||

লাটসাহেবের ডাল কুকুরটা সাধে যেই না গলা ছেড়ে গান
মেনি, হুলো
পাড়ার বেড়াল, জড়ো হয়ে জোড়ে ঐক্যতান,
“শুরু হল ওই, সা-ভৌ, রে-ভৌ, গা-ভৌ, নি-নি, ধা-মা-পা
ব্যাটার কসুর, বড্ড বেসুর, নেইকো কোনও তালের হ্যাপা”

কিন্তু সে যেই ভোর বেলা সাধে হেঁড়ে গলাটিতে মধু মেড়ে
কী আশ্চজ্জি, তার মিড় নেয় লাটসাহেবের নেকনজর কেড়ে
সাহেব যেই তার পানে চায়, তোলে সে সামনের দক্ষিণ ঠ্যাং
লাটসাহেব কহে করমর্দনে, “গুড মর্নিং, হ্যালো ইয়ং ম্যান !”

লাটসাহেবের ডাল কুকুরটার গুটি চার ঠ্যাঙের অগুনতি কাম
যদিও শুনেছি সব নির্ভর করে, কি আগু পিছু, কি দক্ষিণ বাম
সামনের ডান ঠ্যাংটা সে তোলে সামরিক অভিবাদন মুদ্রায়
পাশের সদয় বাম ঠ্যাং ওঠে বরাভয়ে, দুপুরের ঘোর নিদ্রায়

কিন্তু সেই ডাল কুকুরটাই যেই তোলে কোন পিছনের ঠ্যাং
পরিত্রাহি বলে আঁতকে পালায় কি ব্যাঙাচি কি কোলা ব্যাং,
“ওই আসছে, আসছে দেখ ওই, তুমুল তোড়ে মুষলধারা
বন্যার জলে ভেসে যাব মোরা, ভাসবে লাটসাহেব বেচারা”

পিছনের ঠ্যাঙের এই পাঁয়তারা, এর চাহিদায় কুকুর কেনা
সেই কুকুরের দায়ে চুল বিকিয়ে সাহেবের আজ মেলা দেনা
পিছনের ঠ্যাং লাটে উঠিয়েছে বরাত সাহেবের, কী দুর্ভোগ !
কুকুর কেনার আগে কে জানত মধু মেড়ে হবে মধুমেহ রোগ ?


-----------------------------------------
© ইন্দ্রনীর / ০৯ অগাস্ট ২০১৫

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

ইন্দ্রানীর দা, খুব ভালো লাগলো কবিতাটি পড়ে। মুক্তমঞ্চে আজকাল দেখা পাই না কেন?

- সুদীপ সান্যাল